Shah Rukh Khan Sunny Deol: শাহরুখের উপর রাগে জিন্স ছিঁড়ে ফেলেন সানি, ২০ বছর ধরে তাঁদের কথা বন্ধ! কী হয়েছিল সেদিন?

Last Updated:
Shah Rukh Khan Sunny Deol: প্রায় ২০ বছর হয়ে গেল শাহরুখ খান ও সানি দেওল একে অপরের সঙ্গে কথা বলেন না। কিন্তু কেন?
1/9
এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি কোনওদিন শাহরুখ খান ও সানি দেওলকে একসঙ্গে দেখেছেন? কখনও কথা বলতে, কোনও অনুষ্ঠানে কোথাও কি তাঁদের একসঙ্গে দেখেছেন? না, দেখেননি। কারণ, প্রায় ২০ বছর হয়ে গেল শাহরুখ খান ও সানি দেওল একে অপরের সঙ্গে কথা বলেন না। কিন্তু কেন?
এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি কোনওদিন শাহরুখ খান ও সানি দেওলকে একসঙ্গে দেখেছেন? কখনও কথা বলতে, কোনও অনুষ্ঠানে কোথাও কি তাঁদের একসঙ্গে দেখেছেন? না, দেখেননি। কারণ, প্রায় ২০ বছর হয়ে গেল শাহরুখ খান ও সানি দেওল একে অপরের সঙ্গে কথা বলেন না। কিন্তু কেন?
advertisement
2/9
১৯৯৩ সালের 'ডর' ছবির কথা বললেই, আপনার মাথায় কী আসে? নিঃসন্দেহে এর উত্তর হবে, শাহরুখ খানের 'কিকিকিকি কিরণ' ডায়ালগ! হিরোর কাছে ছবির ভিলেন বেদম মার খাবে, এটাই তো নব্বই-এর দশকের বেশির ভাগ ছবিতে দেখা যেত।
১৯৯৩ সালের 'ডর' ছবির কথা বললেই, আপনার মাথায় কী আসে? নিঃসন্দেহে এর উত্তর হবে, শাহরুখ খানের 'কিকিকিকি কিরণ' ডায়ালগ! হিরোর কাছে ছবির ভিলেন বেদম মার খাবে, এটাই তো নব্বই-এর দশকের বেশির ভাগ ছবিতে দেখা যেত।
advertisement
3/9
যশ চোপড়া পরিচালিত সাইকোলজিকাল রোম্যান্টিক থ্রিলার ‘ডর’-এও এর অন্যথা হয়নি। ‘দামিনী’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়ে সানি দেওল তখন উচ্চতার শিখরে। আর শাহরুখ তখন নিউকামার।
যশ চোপড়া পরিচালিত সাইকোলজিকাল রোম্যান্টিক থ্রিলার ‘ডর’-এও এর অন্যথা হয়নি। ‘দামিনী’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়ে সানি দেওল তখন উচ্চতার শিখরে। আর শাহরুখ তখন নিউকামার।
advertisement
4/9
শোনা যায়, যশ চোপড়া নাকি সানি দেওলকে সরাসরি সুযোগ দিয়েছিলেন নিজের পছন্দের চরিত্র বেছে নেওয়ার। মানে, ডর-ছবিতে সানি নায়ক না ভিলেনের চরিত্রে থাকবেন তা ঠিক করেছিলেন সানি নিজেই। সানির পছন্দ হয়েছিল হিরোর চরিত্র।
শোনা যায়, যশ চোপড়া নাকি সানি দেওলকে সরাসরি সুযোগ দিয়েছিলেন নিজের পছন্দের চরিত্র বেছে নেওয়ার। মানে, ডর-ছবিতে সানি নায়ক না ভিলেনের চরিত্রে থাকবেন তা ঠিক করেছিলেন সানি নিজেই। সানির পছন্দ হয়েছিল হিরোর চরিত্র।
advertisement
5/9
বলিউড সূত্রে খবর, ছবিতে ভিলেনের চরিত্রে সুযোগ ছেড়েছিলেন আমির খান ও অজয় দেবগণ। পরে শাহরুখ খান সেই চরিত্রে অভিনয় করে বাজিমাত করেন।
বলিউড সূত্রে খবর, ছবিতে ভিলেনের চরিত্রে সুযোগ ছেড়েছিলেন আমির খান ও অজয় দেবগণ। পরে শাহরুখ খান সেই চরিত্রে অভিনয় করে বাজিমাত করেন।
advertisement
6/9
আপ কি আদালতে এসে সানি দেওল বলেছিলেন, ওই ছবিতে একজন কম্যান্ডোর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ভিলেন শাহরুখের সঙ্গে মারামারির দৃশ্যে কীভাবে তাঁকেই কোপানো হবে? তাহলে তো কম্যান্ডোর পারদর্শিতায় প্রশ্ন উঠবে।
আপ কি আদালতে এসে সানি দেওল বলেছিলেন, ওই ছবিতে একজন কম্যান্ডোর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ভিলেন শাহরুখের সঙ্গে মারামারির দৃশ্যে কীভাবে তাঁকেই কোপানো হবে? তাহলে তো কম্যান্ডোর পারদর্শিতায় প্রশ্ন উঠবে।
advertisement
7/9
এই নিয়ে পরিচালক যশ চোপড়ার সঙ্গে মতবিরোধ হয়েছিল সানির। তবে দৃশ্যে বদল করেননি যশ। শাহরুখ ও যশ চোপড়ার উপর রাগে সেখানেই নিজের জিন্স টেনে ছিঁড়ে ফেলেছিলেন সানি দেওল।
এই নিয়ে পরিচালক যশ চোপড়ার সঙ্গে মতবিরোধ হয়েছিল সানির। তবে দৃশ্যে বদল করেননি যশ। শাহরুখ ও যশ চোপড়ার উপর রাগে সেখানেই নিজের জিন্স টেনে ছিঁড়ে ফেলেছিলেন সানি দেওল।
advertisement
8/9
১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল ডর। ছবিতে ছিলেন শাহরুখ-সানি ও জুহি চাওলা। ছবিটি আজও দর্শকের মনে সমান জনপ্রিয়। আর শাহরুখের চরিত্রই সবচেয়ে বেশি চর্চিত। ছবিতে হিরো সানি হলেও, আসল 'হিরো' হতে পেরেছিলেন ভিলেনরূপী শাহরুখই।
১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল ডর। ছবিতে ছিলেন শাহরুখ-সানি ও জুহি চাওলা। ছবিটি আজও দর্শকের মনে সমান জনপ্রিয়। আর শাহরুখের চরিত্রই সবচেয়ে বেশি চর্চিত। ছবিতে হিরো সানি হলেও, আসল 'হিরো' হতে পেরেছিলেন ভিলেনরূপী শাহরুখই।
advertisement
9/9
প্রায় ২০ বছর সানি দেওল ও শাহরুখ খান একে অপরকে এড়িয়ে চলেন। কথা বন্ধ তাঁদের। কিছুদিন আগে সানির ছেলে করণ দেওলের বিয়েতেও যাননি শাহরুখ বা তাঁর পরিবারের কেউই। দেখা গিয়েছিল সলমান খান ও ইন্ডাস্ট্রির আরও অনেককেই।
প্রায় ২০ বছর সানি দেওল ও শাহরুখ খান একে অপরকে এড়িয়ে চলেন। কথা বন্ধ তাঁদের। কিছুদিন আগে সানির ছেলে করণ দেওলের বিয়েতেও যাননি শাহরুখ বা তাঁর পরিবারের কেউই। দেখা গিয়েছিল সলমান খান ও ইন্ডাস্ট্রির আরও অনেককেই।
advertisement
advertisement
advertisement