Nag Panchami 2023: নাগ পঞ্চমীতে জ্যান্ত সাপকে দুধ খাওয়ানো উচিত না, সাতপুরুষ দোষের অংশীদার হবে! জানুন

Last Updated:
Nag Panchami 2023: এই বছরের ২১ অগাস্ট সোমবার সকাল ১২টা ১১ মিনিট থেকে শুরু হবে অন্যতম গুরুত্বপূর্ণ উত্‍সব।
1/8
শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে নাগ পঞ্চমী। পুরাণ মতে, নাগ লোক বা পাতাল থেকে সর্পকুল এদিন মর্তের মানুষকে আশীর্বাদ করেন। জীবনের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি, অভাব অনটন ঘোচাতে সাপেদের এই আশীর্বাদ অত্যন্ত পয়মন্ত বলে মনে করেন অনেকেই। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে নাগ পঞ্চমী। পুরাণ মতে, নাগ লোক বা পাতাল থেকে সর্পকুল এদিন মর্তের মানুষকে আশীর্বাদ করেন। জীবনের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি, অভাব অনটন ঘোচাতে সাপেদের এই আশীর্বাদ অত্যন্ত পয়মন্ত বলে মনে করেন অনেকেই। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
এই বছরের ২১ অগাস্ট সোমবার সকাল ১২টা ১১ মিনিট থেকে শুরু হবে হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উত্‍সব। শেষ হবে পরের দিন, ২২ অগাস্ট, দুপুর ২টোয়। উদয়তিথির ভিত্তিতে এ বছর ২১ অগস্ট সোমবার পালিত হবে নাগ পঞ্চমী। এই উত্‍সবকে শ্রাবণ সোমব্রতও বলা হয়ে থাকে।
এই বছরের ২১ অগাস্ট সোমবার সকাল ১২টা ১১ মিনিট থেকে শুরু হবে হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উত্‍সব। শেষ হবে পরের দিন, ২২ অগাস্ট, দুপুর ২টোয়। উদয়তিথির ভিত্তিতে এ বছর ২১ অগস্ট সোমবার পালিত হবে নাগ পঞ্চমী। এই উত্‍সবকে শ্রাবণ সোমব্রতও বলা হয়ে থাকে।
advertisement
3/8
নাগদেবতার মূর্তির সামনে এদিন রাখা হয় দুধ, চন্দন, হলুদ ও সিঁদুর। মূর্তির সামনে জ্বালানো হয় কর্পূরের প্রদীপ। পাঠ করা হয় নাগপঞ্চমী ব্রতকথা।
নাগদেবতার মূর্তির সামনে এদিন রাখা হয় দুধ, চন্দন, হলুদ ও সিঁদুর। মূর্তির সামনে জ্বালানো হয় কর্পূরের প্রদীপ। পাঠ করা হয় নাগপঞ্চমী ব্রতকথা।
advertisement
4/8
হিন্দুরা সাপকে দেবতা হিসেবে বিবেচনা করে। যদিও সাপের কখনও ক্ষতি করা উচিত নয়, তবে বিশেষ করে নাগ পঞ্চমীর দিনে সাপকে আঘাত করবেন না। এতে করে বংশ পরম্পরায় আগামী সাতজন্মের জন্য দোষের অংশীদার হতে হয়।
হিন্দুরা সাপকে দেবতা হিসেবে বিবেচনা করে। যদিও সাপের কখনও ক্ষতি করা উচিত নয়, তবে বিশেষ করে নাগ পঞ্চমীর দিনে সাপকে আঘাত করবেন না। এতে করে বংশ পরম্পরায় আগামী সাতজন্মের জন্য দোষের অংশীদার হতে হয়।
advertisement
5/8
এদিন জীবন্ত সাপকে দুধ খাওয়াবেন না। দুধ সাপের জন্য বিষের মতো হতে পারে, তাই শুধুমাত্র তাদের প্রতিমায় দুধ নিবেদন করুন।
এদিন জীবন্ত সাপকে দুধ খাওয়াবেন না। দুধ সাপের জন্য বিষের মতো হতে পারে, তাই শুধুমাত্র তাদের প্রতিমায় দুধ নিবেদন করুন।
advertisement
6/8
এই দিনে কোনও কাজের জন্য জমি খনন করবেন না। এতে করে মাটিতে বা মাটিতে সাপের গর্ত বা বাম্বি ভেঙ্গে যাওয়ার আশঙ্কা থাকে। কথিত আছে, সাপ ক্ষতিগ্রস্থ হলে পরিবার ধ্বংস হয়ে যায়। শিশুরা সুখ পায় না।
এই দিনে কোনও কাজের জন্য জমি খনন করবেন না। এতে করে মাটিতে বা মাটিতে সাপের গর্ত বা বাম্বি ভেঙ্গে যাওয়ার আশঙ্কা থাকে। কথিত আছে, সাপ ক্ষতিগ্রস্থ হলে পরিবার ধ্বংস হয়ে যায়। শিশুরা সুখ পায় না।
advertisement
7/8
নাগ পঞ্চমীতে ছুরি, সূঁচের মতো ধারালো ও ধারালো বস্তু ব্যবহার করা অশুভ বলে মনে করা হয়। এদিন সেলাই, সূচিকর্ম করা হয় না।
নাগ পঞ্চমীতে ছুরি, সূঁচের মতো ধারালো ও ধারালো বস্তু ব্যবহার করা অশুভ বলে মনে করা হয়। এদিন সেলাই, সূচিকর্ম করা হয় না।
advertisement
8/8
নাগ পঞ্চমীতে লোহার কড়াই ও প্যানে খাবার রান্না করবেন না। বিশ্বাস অনুসারে, রুটি তৈরির জন্য ব্যবহৃত লোহার চাটুকে সাপের ফণা বলে মনে করা হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
নাগ পঞ্চমীতে লোহার কড়াই ও প্যানে খাবার রান্না করবেন না। বিশ্বাস অনুসারে, রুটি তৈরির জন্য ব্যবহৃত লোহার চাটুকে সাপের ফণা বলে মনে করা হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement