চতুর্থ শ্রেণির ওই ছাত্রের নাম দীনেশ। বাড়িতে সৎ মায়ের সঙ্গে তার এমনই অভিজ্ঞতা যে, সে পুলিশের কাছে চলে গিয়েছে। জানা গিয়েছে, মায়ের মৃত্যুর পর দীনেশের বাবা দ্বিতীয় বার বিয়ে করেন। রবিবার দীনেশের এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান ছিল। সে তার সৎ মা-কে বলেছিল সাদা শার্টটি দিতে, সে পরে অনুষ্ঠানে যেতে চায়। অভিযোগ, সেই সাদা শার্টটি সৎ মা তাকে পরতে দেননি এবং বার্থডে পার্টিতে যেতেও নিষেধ করেন।
advertisement
আরও পড়ুন: ‘ভাইরাল’ বলেন কথায় কথায়, সোশ্যাল মিডিয়ায় কী ভাবে চালু হল এই শব্দ, আপনি জানেন?
আরও পড়ুন: ক্যাফেতে নিজের রক্ত দিয়ে ককটেল বানানোর সময় হাতেনাতে ধরা পড়লেন তরুণী, মারাত্মক কাণ্ড!
স্নান করে তোয়ালা পরেই দীনেশ পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করার জন্যই দীনেশের এই কাজ। দীনেশের কথা শুনেই তার মা-বাবাকে ডেকে পাঠায় পুলিশ। তাঁদের কাউন্সেলিং সেশন নেওয়ার কথা বলে পুলিশ। সার্কেল ইন্সপেকটর পি চন্দ্রশেখর দীনেশের সমস্ত অভিযোগ শোনার পর এই পরামর্শ দেন তার বাবা ও মা-কে।