TRENDING:

Viral News: সৎ মায়ের জন্য তোয়ালে পরে থানায় কিশোর! বাড়িতে যা ঘটেছে, শুনলে আকাশ থেকে পড়বেন

Last Updated:

Viral News: বাড়িতে সৎ মায়ের সঙ্গে তার এমনই অভিজ্ঞতা যে, পুলিশের কাছে চলে গিয়েছে চতুর্থ শ্রেণির ছাত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: আচমকা পুলিশের দ্বারস্থ চতুর্থ শ্রেণির ছাত্র। তার কারণ শুনলে সত্যিই অবাক হবেন সকলে। ছাত্রের অভিযোগ তার সৎ মায়ের বিরুদ্ধে। সেই অভিযোগ জানাতেই পুলিশের কাছে গিয়েছে সে। পুলিশও হতবাক কী করবে এই সমস্যার সমাধান করতে। শেষ পর্যন্ত ছেলেটির বাবা ও মা-কে ডেকে পাঠায় পুলিশ। তাঁদেরকে অনুরোধ করা হয়, পরিবারে মধুর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের এলুরু জেলায়।
পুলিশের দ্বারস্থ ছাত্র
পুলিশের দ্বারস্থ ছাত্র
advertisement

চতুর্থ শ্রেণির ওই ছাত্রের নাম দীনেশ। বাড়িতে সৎ মায়ের সঙ্গে তার এমনই অভিজ্ঞতা যে, সে পুলিশের কাছে চলে গিয়েছে। জানা গিয়েছে, মায়ের মৃত্যুর পর দীনেশের বাবা দ্বিতীয় বার বিয়ে করেন। রবিবার দীনেশের এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান ছিল। সে তার সৎ মা-কে বলেছিল সাদা শার্টটি দিতে, সে পরে অনুষ্ঠানে যেতে চায়। অভিযোগ, সেই সাদা শার্টটি সৎ মা তাকে পরতে দেননি এবং বার্থডে পার্টিতে যেতেও নিষেধ করেন।

advertisement

আরও পড়ুন: ‘ভাইরাল’ বলেন কথায় কথায়, সোশ্যাল মিডিয়ায় কী ভাবে চালু হল এই শব্দ, আপনি জানেন?

আরও পড়ুন: ক্যাফেতে নিজের রক্ত দিয়ে ককটেল বানানোর সময় হাতেনাতে ধরা পড়লেন তরুণী, মারাত্মক কাণ্ড!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্নান করে তোয়ালা পরেই দীনেশ পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করার জন্যই দীনেশের এই কাজ। দীনেশের কথা শুনেই তার মা-বাবাকে ডেকে পাঠায় পুলিশ। তাঁদের কাউন্সেলিং সেশন নেওয়ার কথা বলে পুলিশ। সার্কেল ইন্সপেকটর পি চন্দ্রশেখর দীনেশের সমস্ত অভিযোগ শোনার পর এই পরামর্শ দেন তার বাবা ও মা-কে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: সৎ মায়ের জন্য তোয়ালে পরে থানায় কিশোর! বাড়িতে যা ঘটেছে, শুনলে আকাশ থেকে পড়বেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল