সম্প্রতি এমই একটি ছবি নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে। ছবিটি শেয়ার করা হয়েছে Reddit-এ। সেখানে দেখা গিয়েছে এক বিশাল জ্বলন্ত সূর্যের ছবি। আর তার সামনে দিয়ে পিছলে যাচ্ছে একটি বিমান। মানুষের তৈরি, মানুষের দ্বারা চালিত বিমান।
advertisement
আরও পড়ুন: আমলকিকে স্বাস্থ্যের উপকারী বন্ধু বলে, রোজ একটা করে খেলে কী হবে জানেন?
@Ethan_Roberts123 নামের এক ব্যবহারকারী spaceporn-এ এই ছবি শেয়ার করেছেন। গনগনের সূর্যের কমলা আভার সামনে বিমানের সিলুয়েট—ক্যাপশনে লেখা ‘সকাল সকাল A320 দিয়ে সূর্যের ছবি তুলেছি।’
আর তাতেই চমকে গিয়েছেন নেটিজেনরা। তৈরি হয়েছে উত্তেজনা। একজন ব্যবহারকারী লিখেছেন ‘খুব সুন্দর ছবি’। অন্য আর একজন লিখেছেন ‘দারুণ’।
আরও পড়ুন: লাউ খেতেই অরুচি, আবার লাউয়ের খোসা? লাউ খোসার উপকারিতা অবাক করা! জানুন, রইল সহজ রেসিপি
তবে সকলেই যে প্রশংসা করেছেন তা নয়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন ছবির বাস্তবতা নিয়ে। এক ব্যক্তি স্পষ্টই প্রশ্ন তুলেছেন এটা কী ভাবে সম্ভব!
ক্যামেরার লেন্স থেকে সূর্যের যা দূরত্ব, তারচেয়ে লক্ষ লক্ষ মাইল কাছে রয়েছে বিমানটি। সেক্ষেত্রে বিমানটিই বড় দেখানোর কথা। কোনও ভাবেই এত ছোট সিলুয়েট বিমানের ছবি তোলা সম্ভব নয় বলে তাঁর দাবি।
তবে এই সব জটিল প্রশ্ন ওঠার আগেই ছবিটি বহু মানুষ শেয়ার করে ফেলেছেন। তারপর অনেকেই মন্তব্য করেছেন, এই ছবি ‘পয়েন্ট অ্যান্ড শুট’ করা সম্ভব নয়। বরং এতে ডিজিটালি কারগরি রয়েছে। এর উত্তরে পোস্টদাতা স্পষ্টই জানিয়েছেন, হ্যাঁ, একক শটে এত পরিষ্কার ছবি পাওয়া সম্ভব নয়। ম্লান এবং উজ্জ্বল উভয় দিক একসঙ্গে আনার জন্য স্ট্যাকিং পদ্ধতি গ্রহণ করতে হয়েছে। সেই সঙ্গে কার্ভ অ্যাডজাস্টমেন্টও করা হয়েছে। ভাল দেখানোর জন্য রঙও দেওয়া হয়েছে বাইরে থেকে।