পেটের ব্যথায় আক্রান্ত ৪ বছর বয়সী এক মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে বাবা-মা জানতে পারেন যে তাঁদের সন্তানের পেটে প্রায় ৬১টি মার্বেল রয়েছে। মেয়ের এক্স-রে রিপোর্ট দেখে বাবা-মা জ্ঞান হারিয়ে ফেলেন বলে শোনা গিয়েছে। পরে তড়িঘড়ি করে মেয়েটির অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের সময়ে মেয়েটির পেটে অনেকগুলি ছিদ্র করতে হয়েছিল।
advertisement
এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে চিনের একটি শহরে। ৪ বছর বয়সী ওই মেয়েটি একে একে প্রচুর ম্যাগনেটিক বিডস খেয়ে ফেলে। ওই মার্বেলগুলোর আকৃতি ছিল অনেকটা মালায় গাঁথা মুক্তোর মতো, ফলে গিলতে বেশি অসুবিধে হয়নি। মেয়েটির বাবা-মাও জানতে পারেনননি কখন তাঁদের সন্তান ওই কাজ করেছে। কিন্তু যখন মেয়েটির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং এই ব্যথা কয়েক মাস ধরে চলতে থাকে তখন তাঁরা বাধ্য হয়ে চিকিৎসকের কাছে যান। সেখানে ডাক্তারের পরামর্শ অনুসারে ব্যথার কারণ খুঁজে বের করতে মেয়েটির পেটের এক্স-রে করা হয়। এর পরেই শুরু হয় সবার আঁতকে ওঠার পালা! এমনকী ডাক্তাররাও প্রথমে রিপোর্ট দেখে হতবাক হয়ে যান। মুক্তোর মালার মতো শিশুটির পেটে থরে থরে সাজানো রয়েছে প্রায় ৬১টি ম্যাগনেটিক বিডস- এ কী সহজে বিশ্বাস করার মতো কোনও ঘটনা!
আরও পড়ুন-মমতা-অভিষেকের সফরের মধ্যেই আইনি যুদ্ধে সাকেত বনাম মেঘালয় সরকার
যাই হোক, রিপোর্ট দেখে চিকিৎসকরা জানিয়েছিলেন যে সাধারণ ভাবে এই মার্বেলগুলি বের করা সম্ভব নয়। এগুলো বের করে আনতে হলে অস্ত্রোপচার করতে হবে। শেষমেশ প্রায় ৩ ঘণ্টার অস্ত্রোপচার চালিয়ে একে একে ৬১টি মার্বেল বের করা হয়। অপারেশনের সময় মেয়েটির পেটে প্রচুর ছিদ্র করতে হয়। অবশ্য এত জটিল অস্ত্রোপচারের পরে মেয়েটি নিরাপদ এবং বিপদমুক্ত রয়েছে, এই যা আশার খবর!