আরও পড়ুন-এক নজরে দেখে নিন জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার সেরা প্ল্যান, কম দামে প্রতিদিন ৩ জিবি ডেটা!
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করা এই দম্পতি এখন মাতা-পিতা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের দু'জনের মধ্যে প্রায় ৩৭ বছরের ব্যবধান হলেও আগের বছর তাঁরা বিয়ে করে নেন। এখন কুরান জানিয়েছেন যে তিনি এবং তাঁর স্ত্রী খুব তাড়াতাড়ি মা-বাবা হতে চান। এটি তাঁদের দু'জনের প্রথম সন্তান হবে। রোমের জর্জিয়ায় থাকা এই দম্পতির যখন প্রথম দেখা হয়েছিল, তখন কুরানের বয়স ছিল মাত্র ১৫ বছর। সেই সময় তাঁরা একটি ফুড চেনে মিলিত হন। কুরান চেরিলের ছেলের দোকানে কাজ করতেন।
advertisement
সেই সময় থেকে কুরান আর চেরিলের সম্পর্ক শুরু হয় এবং আগের বছর তাঁরা বিয়ে করে নেন। তাঁরা দু'জনেই জানিয়েছেন, যে এখন সেই সময় চলে এসেছে যখন তাঁদের পরিবার শুরু করার কথা চিন্তা করা দরকার। আগে থেকেই চেরিলের ৭ জন সন্তান এবং ১৭ জন নাতি-নাতনি রয়েছে। কিন্তু তাও চেরিল, কুরানের থেকে তাঁদের দু'জনের প্রথম সন্তান চান। কিন্তু এই বয়সে কী ভাবে চেরিলের মা হওয়া সম্ভব, সেই বিষয়ে জানার জন্য তাঁরা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছেন।
কুরান ম্যাককেইন জানিয়েছেন, আগের বছরে সেপ্টেম্বর মাসে তিনি চেরিল ম্যাকগ্রেগরকে বিয়ে করেন। এর পর কয়েক মাস কাটানোর পরে তাঁর মনে হয়েছে এখন তাঁদের নিজের পরিবার তৈরি করার কথা চিন্তা করা দরকার। আগে থেকেই চেরিলের অনেক সন্তান থাকলেও, কুরান চান তাঁর এবং চেরিলের এবার সন্তান হোক। চেরিল এবং কুরান দু'জনেই স্বাভাবিক ভাবে অনেক চেষ্টা করলেও, চেরিলের বয়সের কারণে তিনি গর্ভবতী হতে পারেননি। আপাতত চেরিল এবং কুরান দু'জনেই সারোগেসি অথবা দত্তক নেওয়ার কথা চিন্তা করছেন।