TRENDING:

Viral News: বয়সের পরোয়া নিরর্থক, ২৪ বছরের স্বামীর সন্তান গর্ভে ধারণ করতে চান ৬১ বছরের স্ত্রী!

Last Updated:

61 years old woman wants baby from her husband: বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করা এই দম্পতি এখন মাতা-পিতা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যখন দু'জন মানুষ একে অপরের প্রেমে পড়েন, তখন ঠিক-ভুল কোনও দিকেই কারও খেয়াল থাকে না। এর জন্যই বলা হয় প্রেম অন্ধ হয়। প্রেমে ধর্ম, বর্ণ, জাতি, বয়স ইত্যাদি কিছুই কারও নজরে পড়ে না। বয়সের ব্যবধানও প্রেমের কাছে হার মেনে যায়। এমনই প্রেমে পড়ে ২৪ বছর বয়সের কুরান ম্যাককেইন (Quran McCain) ৬১ বছর বয়সের চেরিল ম্যাকগ্রেগরকে (Cheryl McGregor) বিয়ে করেন। একে অপরকে ডেট করার কিছুদিন পরেই তাঁরা বিয়ে করে নেন। কিন্তু এখন এই দম্পতি অন্য একটি বিষয়ে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। কারণ ৬১ বছরের চেরিল ম্যাকগ্রেগর মা হতে চান (61 years old woman wants baby from her husband)।
বয়সের পরোয়া নিরর্থক, ২৪ বছরের স্বামীর সন্তান গর্ভে ধারণ করতে চান ৬১ বছরের স্ত্রী! Photo: Facebook
বয়সের পরোয়া নিরর্থক, ২৪ বছরের স্বামীর সন্তান গর্ভে ধারণ করতে চান ৬১ বছরের স্ত্রী! Photo: Facebook
advertisement

আরও পড়ুন-এক নজরে দেখে নিন জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার সেরা প্ল্যান, কম দামে প্রতিদিন ৩ জিবি ডেটা!

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করা এই দম্পতি এখন মাতা-পিতা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের দু'জনের মধ্যে প্রায় ৩৭ বছরের ব্যবধান হলেও আগের বছর তাঁরা বিয়ে করে নেন। এখন কুরান জানিয়েছেন যে তিনি এবং তাঁর স্ত্রী খুব তাড়াতাড়ি মা-বাবা হতে চান। এটি তাঁদের দু'জনের প্রথম সন্তান হবে। রোমের জর্জিয়ায় থাকা এই দম্পতির যখন প্রথম দেখা হয়েছিল, তখন কুরানের বয়স ছিল মাত্র ১৫ বছর। সেই সময় তাঁরা একটি ফুড চেনে মিলিত হন। কুরান চেরিলের ছেলের দোকানে কাজ করতেন।

advertisement

সেই সময় থেকে কুরান আর চেরিলের সম্পর্ক শুরু হয় এবং আগের বছর তাঁরা বিয়ে করে নেন। তাঁরা দু'জনেই জানিয়েছেন, যে এখন সেই সময় চলে এসেছে যখন তাঁদের পরিবার শুরু করার কথা চিন্তা করা দরকার। আগে থেকেই চেরিলের ৭ জন সন্তান এবং ১৭ জন নাতি-নাতনি রয়েছে। কিন্তু তাও চেরিল, কুরানের থেকে তাঁদের দু'জনের প্রথম সন্তান চান। কিন্তু এই বয়সে কী ভাবে চেরিলের মা হওয়া সম্ভব, সেই বিষয়ে জানার জন্য তাঁরা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছেন।

advertisement

আরও পড়ুন-Viral Video: সাংঘাতিক ! মেট্রো স্টেশনে মহিলাকে পিছন থেকে ধাক্কা মেরে রেললাইনে ফেলে দিল যুবক ! তারপর ?

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

কুরান ম্যাককেইন জানিয়েছেন, আগের বছরে সেপ্টেম্বর মাসে তিনি চেরিল ম্যাকগ্রেগরকে বিয়ে করেন। এর পর কয়েক মাস কাটানোর পরে তাঁর মনে হয়েছে এখন তাঁদের নিজের পরিবার তৈরি করার কথা চিন্তা করা দরকার। আগে থেকেই চেরিলের অনেক সন্তান থাকলেও, কুরান চান তাঁর এবং চেরিলের এবার সন্তান হোক। চেরিল এবং কুরান দু'জনেই স্বাভাবিক ভাবে অনেক চেষ্টা করলেও, চেরিলের বয়সের কারণে তিনি গর্ভবতী হতে পারেননি। আপাতত চেরিল এবং কুরান দু'জনেই সারোগেসি অথবা দত্তক নেওয়ার কথা চিন্তা করছেন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: বয়সের পরোয়া নিরর্থক, ২৪ বছরের স্বামীর সন্তান গর্ভে ধারণ করতে চান ৬১ বছরের স্ত্রী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল