TRENDING:

মাত্র ২১ বছরে বয়সেই বার্ষিক আয় ৮৪ লক্ষ টাকা! আর মেলে ৪ মাসের ছুটিও, কিন্তু এই কাজ কেউ করতেই চাইবেন না

Last Updated:

এমনকী সেই কাজে তিনি স্থায়ী কর্মীও নন। এখনও শিক্ষানবিস পর্যায়ে রয়েছেন তিনি। এরপরেও প্রচুর টাকা পান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুনিয়ায় কে না ধনী হতে চান! কিন্তু তা হওয়ার জন্য যে লড়াইটা করতে হয়, সেটার জন্য অনেকেই প্রস্তুত থাকেন না। তবে যাঁরা সেই লড়াইটা করেন, তাঁদের উদ্দেশ্য একদিন ঠিক সফল হয়। এই কারণে বহু সময় কম বয়সেই পরিশ্রমী মানুষেরা সাফল্য লাভ করে। আর অলস মানুষেরা তা পায় না। যাইহোক, আজ ২১ বছর বয়সী এক অস্ট্রেলীয় তরুণীর বেতনের পরিমাণ শুনলে হতবাক হয়ে যাবে যে কেউ! এত কম বয়সে ওই তরুণীর বার্ষিক আয় ৮৪ লক্ষ টাকা। কিন্তু তিনি যে কাজটা করেন, সেটা অনেকেই করতে চাইবেন না!
মাত্র ২১ বছরে বয়সেই বার্ষিক আয় ৮৪ লক্ষ টাকা, আর মেলে ৪ মাসের ছুটিও; কিন্তু এই কাজ কেউ করতেই চাইবেন না
মাত্র ২১ বছরে বয়সেই বার্ষিক আয় ৮৪ লক্ষ টাকা, আর মেলে ৪ মাসের ছুটিও; কিন্তু এই কাজ কেউ করতেই চাইবেন না
advertisement

আরও পড়ুন– ভালবাসার টানে ছেড়েছিলেন বিলাসবহুল জীবনের হাতছানি, মালয়েশিয়ার ধনকুবের-কন্যার প্রেমকাহিনি চোখে জল এনে দেবে

দ্য সান ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, তালেয়াহ জেনি অস্ট্রেলিয়ার পার্থের বাসিন্দা। অত্যন্ত কম বয়সেই তিনি বার্ষিক ৮৪ লক্ষ টাকা আয় করেন। এমনকী সেই কাজে তিনি স্থায়ী কর্মীও নন। এখনও শিক্ষানবিস পর্যায়ে রয়েছেন তিনি। এরপরেও প্রচুর টাকা পান। অনেকের মনে হবে কী ধরনের কাজ করেন যে, এত টাকা আয় হয়। সেই কাজ করার ইচ্ছা জাগলেও কিন্তু কাজটার কথা শুনলে যে কেউ পালিয়ে যাবেন!

advertisement

তালেয়াহ আসলে একজন খনিকর্মী। খনির ভিতরে প্রবেশ করে টায়ার ফিটিংয়ের কাজ করেন তিনি। টায়ার ফিটারের কাজটা আসলে কীরকম? খনির অন্দরে থাকা যন্ত্রপাতির টায়ার মেরামতিই তাঁদের কাজ। ফলে বোঝাই যাচ্ছে যে, এই কাজে প্রবল ঝুঁকি। আর সেই কারণেই বেতনও এতটা বেশি। প্রতি বছর ৮৪ লক্ষ টাকা আয় হয় তালেয়াহর। এই কাজে অনেক সময়ই কেউ আসতে চান না, কারণ হামেশাই খনিগুলিতে ধস নামে। আর ওই তরুণী তো দিনে ১২ ঘণ্টারও বেশি কাজ করেন। আর সেই কাজ করতে হয় ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায়।

advertisement

আরও পড়ুন– ‘নিখোঁজ’ শাহজাহানের আদালতে আবেদন নিয়ে পুলিশ ও তৃণমূলকে নিশানা বঙ্গ বিজেপির

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এহেন কঠিন পেশায় ওই তরুণী ৪ মাসের ছুটি পান। আসলে এফআইএফও (ফ্লাই ইন, ফ্লাই আউট) কাজ করেন তিনি। এই ধরনের কাজের ক্ষেত্রে সংস্থাগুলি নিজেদের কর্মীদের কাজের জায়গায় নিয়ে যায় এবং কাজ শেষ হলে আবার ফেরত নিয়ে আসে। আবার পরের প্রকল্প হাতে এলে একই ঘটনার পুনরাবৃত্তি হয়। আর কাজের সময় কর্মীদের সমস্ত খরচ বহন করে সংশ্লিষ্ট সংস্থাই। এই ভাবেই তালেয়াহ প্রায় ৮ মাস কাজ করেন। আর ৪ মাস মতো ছুটি পান।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মাত্র ২১ বছরে বয়সেই বার্ষিক আয় ৮৪ লক্ষ টাকা! আর মেলে ৪ মাসের ছুটিও, কিন্তু এই কাজ কেউ করতেই চাইবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল