দ্য সান ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, তালেয়াহ জেনি অস্ট্রেলিয়ার পার্থের বাসিন্দা। অত্যন্ত কম বয়সেই তিনি বার্ষিক ৮৪ লক্ষ টাকা আয় করেন। এমনকী সেই কাজে তিনি স্থায়ী কর্মীও নন। এখনও শিক্ষানবিস পর্যায়ে রয়েছেন তিনি। এরপরেও প্রচুর টাকা পান। অনেকের মনে হবে কী ধরনের কাজ করেন যে, এত টাকা আয় হয়। সেই কাজ করার ইচ্ছা জাগলেও কিন্তু কাজটার কথা শুনলে যে কেউ পালিয়ে যাবেন!
advertisement
তালেয়াহ আসলে একজন খনিকর্মী। খনির ভিতরে প্রবেশ করে টায়ার ফিটিংয়ের কাজ করেন তিনি। টায়ার ফিটারের কাজটা আসলে কীরকম? খনির অন্দরে থাকা যন্ত্রপাতির টায়ার মেরামতিই তাঁদের কাজ। ফলে বোঝাই যাচ্ছে যে, এই কাজে প্রবল ঝুঁকি। আর সেই কারণেই বেতনও এতটা বেশি। প্রতি বছর ৮৪ লক্ষ টাকা আয় হয় তালেয়াহর। এই কাজে অনেক সময়ই কেউ আসতে চান না, কারণ হামেশাই খনিগুলিতে ধস নামে। আর ওই তরুণী তো দিনে ১২ ঘণ্টারও বেশি কাজ করেন। আর সেই কাজ করতে হয় ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায়।
আরও পড়ুন– ‘নিখোঁজ’ শাহজাহানের আদালতে আবেদন নিয়ে পুলিশ ও তৃণমূলকে নিশানা বঙ্গ বিজেপির
এহেন কঠিন পেশায় ওই তরুণী ৪ মাসের ছুটি পান। আসলে এফআইএফও (ফ্লাই ইন, ফ্লাই আউট) কাজ করেন তিনি। এই ধরনের কাজের ক্ষেত্রে সংস্থাগুলি নিজেদের কর্মীদের কাজের জায়গায় নিয়ে যায় এবং কাজ শেষ হলে আবার ফেরত নিয়ে আসে। আবার পরের প্রকল্প হাতে এলে একই ঘটনার পুনরাবৃত্তি হয়। আর কাজের সময় কর্মীদের সমস্ত খরচ বহন করে সংশ্লিষ্ট সংস্থাই। এই ভাবেই তালেয়াহ প্রায় ৮ মাস কাজ করেন। আর ৪ মাস মতো ছুটি পান।