Shahjahan Sheikh: 'নিখোঁজ' শাহজাহানের আদালতে আবেদন নিয়ে পুলিশ ও তৃণমূলকে নিশানা বঙ্গ বিজেপির
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
এবার হাইকোর্টে তাঁর আইনজীবীর হয়ে সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের অন্তরালে থেকে আবেদনকে কেন্দ্র করে একযোগে তৃণমূল ও পুলিশকে নিশানা করল বঙ্গ বিজেপি।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহাজানের বাড়িতে তদন্তে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র অফিসার ও কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীর জওয়ানরা। বেধড়ক মারধর করা হয় সংবাদমাধ্যমের কয়েকজন প্রতিনিধিকেও। ঘটনায় মূল অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান দশ দিন অতিক্রান্ত। এখনও ‘নিখোঁজ’।
এই প্রেক্ষাপটে এবার হাইকোর্টে তাঁর আইনজীবীর হয়ে সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের অন্তরালে থেকে আবেদনকে কেন্দ্র করে একযোগে তৃণমূল ও পুলিশকে নিশানা করল বঙ্গ বিজেপি। দলের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, ‘‘পুলিশের খাতায় ‘নিখোঁজ’ আছেন। কিন্তু পুলিশের কাছে শাহজাহান ‘নিখোঁজ’ নেই। পুলিশের আতিথেয়তায় এবং পুলিশের নজরদারিতে শেখ শাহজাহান নিজ ভূমে বিচরণ করছেন।’’
advertisement
advertisement
শমীক ভট্টাচার্য এও বলেন, ‘‘তৃণমূল সরকার যখন মনে করবে শাহজাহানকে সামনে আনার তখন পুলিশ তাঁকে সামনে নিয়ে আসবে। কারণ পুলিশ তো কোনও স্বতন্ত্র সংগঠন নয়, পুলিশকে পরিচালনা করছে তৃণমূল। স্বাভাবিকভাবেই পুলিশ এবং তৃণমূল উভয়েরই নিজেদের মধ্যে কোনও বিভাজন রেখা নেই। সব মিলেমিশে এক হয়ে গেছে। তাই যা হচ্ছে তৃণমূলের নির্দেশেই হচ্ছে।’’
advertisement
বলা বাহুল্য, কলকাতা হাইকোর্টে আবেদন করতে চান ‘নিখোঁজ’ শেখ শাহজাহান। আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে তাঁর আবেদন,’আমার বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হোক।’ বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে আবেদন শাহাজাহানের আইনজীবী’র। কেন শেখ শাহজাহান আত্মসমর্পণ করছেন না? এই প্রশ্ন তোলেন বিচারপতি। মামলায় অন্তর্ভুক্ত হতে আবেদন করুন আইন মেনে, পরামর্শ বিচারপতি’র। মূল অভিযুক্ত শাহজাহানকে গ্রেফতার করে সুবিচার দিন। এজি-র উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তে’র। এখনও পর্যন্ত তদন্তে সহযোগিতা করছে না ইডি। ৩ আক্রান্ত ইডি অফিসারের বয়ান/ তথ্য প্রয়োজন। ইডি কোনও সাহায্য করছে না। বলেন এজি। এখনও পর্যন্ত কতগুলো ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে? বিচারপতিকে এজি বলেন, ‘সংবাদমাধ্যম ও স্থানীয় ৩ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 16, 2024 9:12 AM IST