TRENDING:

Viral Legend: অপমানের জবাব! লন্ডন থেকে রোলস রয়েস আনিয়ে পরাধীন ভারতের রাস্তায় আবর্জনা পরিষ্কারের কাজে লাগিয়েছিলেন এই নেটিভ রাজা

Last Updated:

Viral Legend:কী সেই গল্প? ফিরে চলুন গত শতকের দ্বিতীয় শতকের শেষ দিকে৷ ১৯২০ সালে, আলওয়ারের মহারাজা জয় সিং লন্ডনের মেফেয়ার এলাকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমরা অনেকেই জানি না যে প্রথম বিশ্বযুদ্ধের আগে বিশ হাজারেরও বেশি রোলস রয়েস তৈরি হয়েছিল এবং প্রায় ২০ শতাংশ ভারতে পাঠানো হয়েছিল। সেই সময়ে প্রায় ২৩০ টি নেটিভ এস্টেটে ভারতীয় রাজা (মহারাজা) ছিলেন এবং তাঁদের গাড়িশালে ভারতে গড়ে প্রায় ২০০০ রোলস রয়েস ছিল। ভারতীয় রাজা এবং রোলস রয়েসের মধ্যে তখন শক্তিশালী সংযোগ ছিল।
রাজা জয় সিং গুরুত্বহীনতার এই অপমান নীরবে সহ্য করতে পারলেন না
রাজা জয় সিং গুরুত্বহীনতার এই অপমান নীরবে সহ্য করতে পারলেন না
advertisement

রোলস রয়েসের মালিকানা ছিল গর্বের বিষয়। কিন্তু রাজস্থানের আলওয়ারের রাজা জয় সিংহ প্রভাকরের সঙ্গে রোলস রয়েসকে জড়িয়ে প্রচলিত এক অন্য ধরনের কিংবদন্তি৷ অনেক ঐতিহাসিকের মতে এই কিংবদন্তি সম্পূর্ণ সত্য নাও হতে পারে৷ কিন্তু লোকমানসে এই কাহিনির জনপ্রিয়তা অস্বীকার করা যায় না৷

কী সেই গল্প? ফিরে চলুন গত শতকের দ্বিতীয় শতকের শেষ দিকে৷ ১৯২০ সালে, আলওয়ারের মহারাজা জয় সিং লন্ডনের মেফেয়ার এলাকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি একটি সাধারণ পোশাকে ছিলেন এবং তিনি রোলস রয়েসের একটি শোরুমে চলে যান। তখন সেই শোরুমের একজন ব্রিটিশ বিক্রয়কর্মী মহারাজা জয় সিংকে উপেক্ষা করেছিলেন কারণ তিনি ভেবেছিলেন তিনি একজন সাধারণ দরিদ্র ভারতীয়। সম্ভবত তিনি শ্বেতাঙ্গ না হওয়ায় গুরুত্ব পাননি৷

advertisement

আরও পড়ুন : Sand মানে বালি, Witch মানে ডাইনি! তাহলে পাউরুটির খাবারের নাম Sandwich কেন? গল্প জানলে কপালে উঠবে চোখ!

রাজা জয় সিং গুরুত্বহীনতার এই অপমান নীরবে সহ্য করতে পারলেন না৷ তিনি তাঁর পরিচারকদের শোরুমে জানাতে বলেন যে ভারতের আলওয়ার শহরের রাজা তাঁদের কয়েকটি গাড়ি কিনতে যাচ্ছেন। এর পরে, শোরুমের সমস্ত বিক্রয়কর্মী রাজার সফরকে সম্মান জানাতে সারিবদ্ধ হন এবং শোরুমে একটি লাল গালিচা বিছানো হয়। তারপর রাজা জয় সিংহ প্রভাকর তাঁর রাজকীয় চেহারা নিয়ে শোরুম পরিদর্শন করেন। সেই সময় শোরুমে যে ছ’টি গাড়ি ছিল, রাজা একসঙ্গে সেই ছ’টি গাড়িই কিনে নিয়েছিলেন। তিনি ডেলিভারি চার্জ-সহ পুরো মূল্য একসঙ্গে দিয়ে দেন।

advertisement

একসঙ্গে ছ’টি রোলস রয়েস ভারতে পাঠানো হলে, রাজা পুরসভাকে এই গাড়িগুলি শহরের রাস্তায় ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করার নির্দেশ দেন। নগরীর প্রতিটি কোণ থেকে আবর্জনা সংগ্রহ ও পরিবহণে এসব গাড়ি ব্যবহার করতে বলেন তিনি। এবং দ্রুত খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং তৎকালীন এক নম্বর গাড়ি প্রস্তুতকারী সংস্থা রোলস রয়েস এই ঘটনায় সম্পূর্ণ হতবাক হয়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

পরাধীন ভারতে নেটিভ রাজার কাছে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দেখে তৎপর হয় ব্রিটিশ সংস্থা রোলস রয়েস৷ অবশেষে, রোলস রয়েস আলওয়ারের রাজা জয় সিংয়ের কাছে তাদের আচরণের জন্য ক্ষমা চেয়ে একটি টেলিগ্রাম পাঠায়। তারা বিনামূল্যে আরও ছ’টি নতুন গাড়ি অফার করতে চায়। রাজা তখন পুরসভা এবং অন্যদের আবর্জনা সংগ্রহের জন্য রোলস রয়েস ব্যবহার বন্ধ করতে বলেন, তিনি তাদের ক্ষমাও গ্রহণ করেন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Legend: অপমানের জবাব! লন্ডন থেকে রোলস রয়েস আনিয়ে পরাধীন ভারতের রাস্তায় আবর্জনা পরিষ্কারের কাজে লাগিয়েছিলেন এই নেটিভ রাজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল