সেখানেই বিয়ে দেখানো বন্ধ করে চালু করা হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পঞ্জাব কিংসের মধ্যে চলা ফাইনাল ম্যাচের মুহূর্ত। বর-কনের দিক থেকে নজর ঘুরে গেল উপস্থিত আত্মীয়-স্বজনদের। আইপিএল ফাইনাল শেষ হতেই, বিরাটরা কাপ জিততেই বিয়েবাড়ি যেন স্টেডিয়ামে বদলে যায়।
advertisement
চিৎকার শুরু হল, ‘আরসিবি, আরসিবি’। মঙ্গলবার রাতের এমন দৃশ্যই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ১৮ বছরে প্রথমবার ২০২৫-এ আইপিএল ট্রফি পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই খুশিতে সারা দেশের মতো বিয়েবাড়িতে উপস্থিত অতিথিরাও উচ্ছ্বাসে ফেটে পড়েন।
ঘটনাটি কোথাকার তা অবশ্য জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে সকলে বড় স্ক্রিনে আইপিএলের ফাইনাল দেখছেন। পাশেই মণ্ডপে বিয়ে হচ্ছিল। কিন্তু আরসিবি-র আইপিএল জয়ের মুহূর্তে সকলের চোখ স্ক্রিনে। থমকে যায় বিয়ে। সেই ভিডিওটি পোস্ট করে এক অতিথি লিখেছেন, ”আমি বিয়েবাড়িতে রয়েছি। বিয়ে থমকে গিয়েছে। সকলে আরসিবি-র জয়ের মুহূর্ত দেখছে।” ভিডিওতে শোনা যায় আরসিবি-র জন্য চিৎকার। অনেকে লাফাতে শুরু করে দেন বিরাটের কাপ জেতার খুশিতে।