TRENDING:

Virat Kohli Fan Viral News: থমকে গেল বিয়ে, বর-কনে হতবাক! বিয়েবাড়িতে চিৎকার, ‘আরসিবি, আরসিবি’! কী কাণ্ড দেখুন

Last Updated:

Virat Kohli Fan Viral News: আইপিএল ফাইনাল শেষ হতেই, বিরাটরা কাপ জিততেই বিয়েবাড়ি যেন স্টেডিয়ামে বদলে যায়। চিৎকার শুরু হল, ‘আরসিবি, আরসিবি’।

advertisement
কলকাতা: বিরাট কোহলি প্রথমবার আইপিএল-এর ট্রফি তুলবে, আর সেই দৃশ্য মিস হবে? একেবারেই না। এই দৃশ্য দেখার জন্য বিয়েও থমকে গেল মঙ্গলবার রাতে। অনুষ্ঠানে লাইভ বিয়ে দেখার জন্য জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল।
বিয়েবাড়ি হয়ে গেল স্টেডিয়াম!
বিয়েবাড়ি হয়ে গেল স্টেডিয়াম!
advertisement

সেখানেই বিয়ে দেখানো বন্ধ করে চালু করা হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পঞ্জাব কিংসের মধ্যে চলা ফাইনাল ম্যাচের মুহূর্ত। বর-কনের দিক থেকে নজর ঘুরে গেল উপস্থিত আত্মীয়-স্বজনদের। আইপিএল ফাইনাল শেষ হতেই, বিরাটরা কাপ জিততেই বিয়েবাড়ি যেন স্টেডিয়ামে বদলে যায়।

আরও পড়ুন: কোটি টাকার লটারিও ফেল, বাবার পুরনো ব্যাঙ্কের পাসবইতে লেখা ছিল একটি কথা! রাতারাতি কোটিপতি ছেলে! কী কপাল…

advertisement

চিৎকার শুরু হল, ‘আরসিবি, আরসিবি’। মঙ্গলবার রাতের এমন দৃশ্যই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ১৮ বছরে প্রথমবার ২০২৫-এ আইপিএল ট্রফি পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই খুশিতে সারা দেশের মতো বিয়েবাড়িতে উপস্থিত অতিথিরাও উচ্ছ্বাসে ফেটে পড়েন।

advertisement

আরও পড়ুন: বাজিগরে ছোট্ট শাহরুখের চরিত্রে অভিনয়, অল্প সুযোগে পর্দা কাঁপানো সেই অভিনেতা এখন কোথায়? জানলে চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

ঘটনাটি কোথাকার তা অবশ্য জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে সকলে বড় স্ক্রিনে আইপিএলের ফাইনাল দেখছেন। পাশেই মণ্ডপে বিয়ে হচ্ছিল। কিন্তু আরসিবি-র আইপিএল জয়ের মুহূর্তে সকলের চোখ স্ক্রিনে। থমকে যায় বিয়ে। সেই ভিডিওটি পোস্ট করে এক অতিথি লিখেছেন, ”আমি বিয়েবাড়িতে রয়েছি। বিয়ে থমকে গিয়েছে। সকলে আরসিবি-র জয়ের মুহূর্ত দেখছে।” ভিডিওতে শোনা যায় আরসিবি-র জন্য চিৎকার। অনেকে লাফাতে শুরু করে দেন বিরাটের কাপ জেতার খুশিতে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Virat Kohli Fan Viral News: থমকে গেল বিয়ে, বর-কনে হতবাক! বিয়েবাড়িতে চিৎকার, ‘আরসিবি, আরসিবি’! কী কাণ্ড দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল