TRENDING:

Viral fake Death News: পুলিশের আওয়াজ পেতেই বেঁচে উঠল মৃত ব্যক্তি! ঘটনায় তীব্র চাঞ্চল্য, অবাক সবাই...

Last Updated:

Viral fake Death News: মধ্যপ্রদেশের সাগর জেলার খজরা হরচন্দ গ্রামে এক ব্যক্তির হত্যার খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে গিয়ে পুলিশ দেখে, মৃত ব্যক্তি আসলে জীবিত...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাগর: মধ্যপ্রদেশের সাগর জেলায় শান্তিপূর্ণভাবে হোলি ও ভাই দুজ উৎসব উদযাপিত হওয়ার পর সন্ধ্যায় থানায় পুলিশ সদস্যরা আলোচনা করছিলেন।
পুলিশের আওয়াজ পেতেই বেঁচে উঠল মৃত ব্যক্তি! ঘটনায় তীব্র চাঞ্চল্য, অবাক সবাই...AI Image
পুলিশের আওয়াজ পেতেই বেঁচে উঠল মৃত ব্যক্তি! ঘটনায় তীব্র চাঞ্চল্য, অবাক সবাই...AI Image
advertisement

ঠিক তখনই থানার ইনচার্জ শশী বিশ্বকর্মার মোবাইলে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, খজরা হরচন্দ গ্রামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। খবর শোনামাত্রই শশী বিশ্বকর্মা সতর্ক হয়ে পড়েন এবং তৎক্ষণাৎ টিম নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন।

আরও পড়ুন: শ্বশুরের সঙ্গে হোলি খেলতে খেলতেই ঘরে ঢুকে গেলেন বৌমা! শাশুড়ি দরজা খুলে ‘দুষ্টুমি’ দেখেই অজ্ঞান, তারপর যা হল…

advertisement

গ্রামের গলিতে সাইরেন বাজিয়ে পুলিশ ভ্যান প্রবেশ করতেই গ্রামবাসীরা চমকে যান। অনেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন। অন্যদিকে, যার মৃত্যুর খবর দেওয়া হয়েছিল, তার পরিবারের সদস্যরা কান্নাকাটি করছিলেন।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সন্দেহ হয়। থানার ইনচার্জ পুলিশ সদস্যদের বলেন, মৃতদেহের নাড়ি পরীক্ষা করতে। পরীক্ষা করতেই দেখা যায়, মৃত ঘোষিত ব্যক্তির শ্বাস চলছে! এরপর পুলিশ তার নাম ধরে ডাকতেই সে আচমকা উঠে বসে! এই দৃশ্য দেখে পুলিশ এবং গ্রামবাসীরা হতবাক হয়ে যান। পরে জানা যায়, ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়।

advertisement

এই ঘটনাটি ঘটেছে সাগর জেলার খুরাই শহর থানার অধীনস্থ খজরা হরচন্দ গ্রামে। তদন্তের পর জানা যায়, গ্রামের রাজেশ অহিরওয়ার এবং নর্মদা প্রসাদ অহিরওয়ার নামের দুই ব্যক্তি মদ্যপান করে ঝগড়া শুরু করেন।

আরও পড়ুন: ট্রেনে সীমা লঙ্ঘন প্রেমিক-প্রেমিকার, মাখোমাখো প্রেম! ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়…দেখুন সেই ভিডিও…

ঝগড়ার একপর্যায়ে রাজেশ, নর্মদাকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায় এবং মৃত্যুর ভান করে। অন্যদিকে, নর্মদার পরিবারও কান্নাকাটির অভিনয় শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের এই নাটকের পর্দাফাঁস হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ঘটনায় অভিযুক্ত রাজেশ অহিরওয়ারের বিরুদ্ধে মারধরের মামলা দায়ের করেছে পুলিশ। অন্যদিকে, নর্মদার ভাই জানিয়েছেন, তিনি ফোনে খবর পেয়েছিলেন যে তার ভাই খুন হয়েছে, তাই পুলিশকে বিষয়টি জানান। তবে এই ভুল তথ্য ছড়ানোর জন্য পরবর্তী ব্যবস্থা নিতে পারে পুলিশ।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral fake Death News: পুলিশের আওয়াজ পেতেই বেঁচে উঠল মৃত ব্যক্তি! ঘটনায় তীব্র চাঞ্চল্য, অবাক সবাই...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল