আরও পড়ুন: এই ছবিতেই লুকিয়ে আস্ত একটা ব্যাঙ, দেখুন তো খুঁজে পান কি না, নেটিজেনরা সব হিমশিম খাচ্ছেন
ছবিটি আপাতদৃষ্টিতে সাধারণ! সাদা কাগজে কালো কালি দিয়ে আঁকা একটি মানুষের মুখ। চোখে চশমা। মানুষের মুখের সামনের ভাগ-ই শুধু দেখা যাচ্ছে! স্পষ্ট নাক, গলা, চোখ! কিন্তু শুধু এইটুকুই নয়! অর্থাৎ, মানুষের মুখে শুধু চোখ, চশমা, নাক, গলা-ই নেই, মানুষের মুখে লেখা রয়েছে একটা ইংরেজি শব্দও! কী সেই শব্দ? নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েছেন সেই শব্দ খুঁজে বের করতে! কেউ বা সফল হচ্ছেন, কারও বা কালঘাম ছুটছে! দেখুন তো আপনি পারেন কী না...
advertisement
ছবিটা এবার অত্যান্ত মন দিয়ে দেখুন! বাঁ-দিক থেকে ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, দেখবেন লেখা আছে ইংরেজি শব্দ Liar। নাক দিয়ে তৈরি হয়েছে ইংরেজি অক্ষর L, নাকের ফুঁটো ও তার উপরের অংশ দিয়ে তৈরি হয়েছে ইংরেজি অক্ষর i , ঠোঁটের দুটো ভাগ একত্রে তৈরি করেছে ইংরেজি অক্ষর a, সবশেষে চিবুক ও গলার অংশ তৈরি করেছে ইংরেজি অক্ষর r। শুধু L বাদ দিয়ে বাকি তিনটে অক্ষরই ছোট হাতের। শুধু L -ই বড় হাতের।