আরও পড়ুন : ফুল-চকলেট-ঘড়ি... আর কত? প্রেম দিবসে প্রিয়জনকে দিন অন্যরকম এই ৬ উপহার, দেখুন ম্যাজিক!
ভিডিওতে (Viral Bride Groom Video) দেখা যায়, বর তার কনের কপালে সিঁদুর পরিয়ে দিতে মণ্ডপে উঠেছেন, তখন সেখানে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে মালা নিয়ে আচমকা ছেলেটির ওপর ঝাঁপিয়ে পড়ে। এখানে এই দৃশ্য দেখলে হতবাক হয়ে যাবেন যে কেউ।
advertisement
আরও পড়ুন : সাত পাকের পরেই শ্বশুরবাড়িতে বরের সঙ্গে তুলকালাম নববধূর! প্রথম দিনেই এমন কী ঘটল?
বিয়ে সংক্রান্ত এই মজার ভিডিওতে (Viral Bride Groom Video) দেখা যায় বর-কনে মণ্ডপে বসে আছেন। একে একে সব আচার পালন করছেন তারা। মণ্ডপের আশেপাশে অনেক অতিথিও উপস্থিত। বর তখন কনের চাহিদা পূরণে সিঁদুর দিতে উঠে আসেন তখনই ঘটে আজব ঘটনা। কনের কাছে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই সেখানে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে মালা নিয়ে বরের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে সেই মালা বরের গলা পর্যন্ত পৌঁছতে পারেনি। যদিও মেয়েটি তাল সামলাতে না পেরে সেখানে হুড়মুড় করে এসে তার মুখের উপর পড়ে। এভাবেই বিয়েতে হাসির পাত্র হয়ে ওঠে মেয়েটি (Viral Video) ।
ভাইরাল হয়েছে মণ্ডপের এই ভিডিও
ভিডিওটি (Viral Video) দেখে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে মেয়েটি বরের প্রেমে পড়েছে এবং সে তাকে বিয়ে করতে চায়। এর পরিপ্রেক্ষিতে তিনি সুযোগ পেলেই বরকে মালা পরানোর চেষ্টা করেন। এই ভিডিওটি (Viral Bride Groom Video) এখন পর্যন্ত লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। ভিডিওটিতে একজন লিখেছেন, "এটা কী ছিল? হঠাৎ কেন দিদির স্ট্রোক হল।"