আরও পড়ুনঃ থরে থরে বরফ জমে বন্ধ ফ্রিজ? আজই বাড়িতে ৫টে টিপস ট্রাই করুন, মিলবেই প্রতিকার!
এমনই একজনের লেখা ভাইরাল হয়েছে যার লেখা দেখলে মনে হবে নিজের হাত না সম্পূর্ণটা টাইপ করা হয়েছে। তার হাতের লেখা দেখে আপনি স্তম্ভিত হয়ে যাবেন। এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো, তিনি এর জন্য কোনও দামি পেনের টাকা নষ্ট করেন না। সহজ কলম দিয়ে তিনি এত সুন্দর লেখেন যে দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়ে যান।
advertisement
এটা কি হাতের লেখা বা কম্পিউটার টাইপিং?
ছেলেটি তাঁর সুন্দর লেখা প্রদর্শনের জন্য বিশেষভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেছে। তিনি Pradip000 নামের ইন্সটা হ্যান্ডেল দিয়ে তাঁর হাতের লেখার ভিডিও পোস্ট করতে থাকেন। এমনই একটি ভিডিওতে তিনি ইংরেজিতে ছাপা চিঠি লিখছেন। আরও মজার বিষয় হল যে এটি লিখতে খুব বেশি সময় নেয় না, বা এর জন্য কোনও বিশেষ প্রচেষ্টার প্রয়োজন হয় না।
আরও পড়ুনঃ সাবধান…! কোনও ভাবেই এঁরা মুখে তুলবেন না মিষ্টি আলু! শরীরে গেলেই মারাত্মক ক্ষতি!
মাত্র ৯ টাকা মূল্যের একটি কলম দিয়ে বিস্ময়কর কাজ করেছে তিনি। তাঁর বেশিরভাগ ভিডিও কোটি কোটি ভিউ এবং লাখ লাখ লাইক পায়। তিনি নিজেই তাঁর ইন্সটা অ্যাকাউন্টে জানিয়েছেন যে তিনি লেখার জন্য যে কলমটি ব্যবহার করেন তাঁর দাম ১০ টাকাও নয়। এই জেল পেনের পুরো বক্সটি ২৩০ টাকায় পাওয়া যাচ্ছে, যাতে ২৫টি কলম রয়েছে।