Kitchen Hacks: থরে থরে বরফ জমে বন্ধ ফ্রিজ? আজই বাড়িতে ৫টে টিপস ট্রাই করুন, মিলবেই প্রতিকার!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Kitchen Hacks: ফ্রিজের সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি অতিরিক্ত বরফ জমে যাওয়া এবং পরে তা ধীরে ধীরে গলে পুরো বাড়িতে এক রকম বন্যার সৃষ্টি করা। অনেকের ফ্রিজে প্রায়ই বরফের মোটা লেয়ার পড়ে যায়।
advertisement
advertisement
advertisement
প্রতিকার-সঠিক স্থানে ফ্রিজ রাখাঃ ফ্রিজগুলোর যা ফ্রোস্ট টাইপ তাতে সাধারণ বরফ জমা স্বাভাবিক। কিন্তু ফ্রিজের অনেক সমস্যা অসতর্কতার কারণেই হয়। সর্বপ্রথম যে বিষয়টি তা হলো সঠিক স্থানে ফ্রিজ বসানো। কিচেনে যদি এক্সহস্ট সিস্টেম ভাল না থাকে তবে ফ্রিজটি যেন কিচেনে না রাখা হয়। দেওয়াল থেকে পর্যাপ্ত দূরত্ব রেখে ফ্রিজের অবস্থান নির্বাচন করুন। এতে ফ্রিজের কম্প্রেসার সহজে ঠান্ডা হতে পারে।
advertisement
advertisement
২-কাজের ব্যস্ততার সময় একটা বিষয়ে অবহেলা হয় যে, ফ্রিজের দরজা সঠিকভাবে বন্ধ করা হয় না এবং ময়লা হাতেই ফ্রিজটি বারবার খেলা হয়। মনে রাখবেন, ফ্রিজ একটি যন্ত্র, এতে ঠান্ডা পরিবেশ যেমন তৈরি হয় তেমনি প্রতিবার দরজা খোলার কারণে কিছু তাপমাত্রা বেড়ে যায় এবং পুনরায় ঠান্ডা হতে সময় লাগে। ফ্রিজ খোলার পর নিশ্চিত করুন দরজাটি ভালোভাবে এটে গেছে। সঠিক ব্যবহার না হলেই ফ্রিজে যান্ত্রিক ত্রুটি দেখা দিবে এটা একেবারে স্বাভাবিক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement