কিন্তু পরীক্ষার খাতায় কী এমন লিখেছে ওই পড়ুয়া, যার জন্য এমন প্রতিক্রিয়া নেটজনতার? ‘ফান কি লাইফ’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ওই পড়ুয়ার উত্তরপত্রটি ভাইরাল হয়ে গিয়েছে। ওই উত্তরপত্রে সে এমন কিছু লিখেছে, যা সাধারণ মানুষের ভাবনার একদম বাইরে! প্রশ্ন ছিল ভাকরা নাঙ্গাল প্রকল্পটি নিয়ে।
advertisement
ছাত্রটি উত্তর লিখতে শুরু করে। শুরুর দিকটা ঠিকই ছিল। সে লিখেছিল, এই বাঁধটি রয়েছে শতদ্রু নদীর উপর তৈরি করা হয়েছিল। এরপর উত্তর যত এগোতে থাকে, দেখা যায়, সেখানে উঠে এসেছে সর্দার প্যাটেল, পণ্ডিত জওহর লাল নেহেরু, গোলাপের ক্ষেত, টাটা-বাই বাই, চিন, লন্ডন, জার্মানি এমনকী বিশ্বযুদ্ধের প্রসঙ্গও। ভাকরা নাঙ্গাল সংক্রান্ত প্রশ্নের উত্তর সারা বিশ্ব ঘুরে সেই পঞ্জাব এবং শতদ্রু নদী হয়ে আবার ভাকরা নাঙ্গালে এসেই থিতু হয়। এর থেকে বোঝা যায়, ওই পড়ুয়ার কল্পনাশক্তি মারাত্মক! অনেকেই বলছেন, কথা ঘোরানোর অপূর্ব প্রতিভা রয়েছে ওই পড়ুয়ার!
আরও পড়ুন– সুখের সংসারে যেন কালো মেঘের ছায়া; ৬ জন স্ত্রী-কে নিয়ে বেজায় মুশকিলে যুবক !
কিন্তু এহেন উত্তর দেখে কত নম্বর দিয়েছেন শিক্ষক? ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ওই উত্তরপত্রে দেখা যায়, উত্তরটা কেটে দিয়ে ১০ নম্বরের মধ্যে একেবারে গোল্লা বসিয়ে দিয়েছেন শিক্ষক। ওই পোস্টের কমেন্ট বক্স উপচে পড়েছে বিভিন্ন ধরনের মজার কমেন্টে। এক নেটিজেনের বক্তব্য, “শিক্ষক নির্ঘাত কোমায় চলে গিয়েছেন!” আবার সেই সঙ্গে এর কারণও প্রদর্শন করেছেন তিনি। ওই নেটাগরিক আরও বলেন, “এখন কেউ যদি একসঙ্গে ইতিহাস, ভূগোল, কলা, সাহিত্য সব কিছু প্রদর্শন করবে, তো শিক্ষক কী করে সেটা সহ্য করবেন! ভাই, এই ছাত্র অসাধারণ! একে কুর্নিশ!”
যাইহোক, এই ধরনের উত্তর দেখে বাস্তবে শিক্ষকের কী অবস্থা সেটা ঠাহর করা না গেলেও বোঝা যায় যে, তিনি বেশ বড়সড় ধাক্কা খেয়েছেন! এমনকী আঁতকে উঠেছেন নেটিজেনরাও!