TRENDING:

Viral: সাপে-নেউলে জোরদার লড়াই! নেউলের পাশেই আছে বন্ধু কাঠবেড়ালি, শেষ হাসি হাসল কে?

Last Updated:

কথায় বলে সাপে-নেউলে সম্পর্ক। অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক ভয়ঙ্কর তিক্ত৷ দেখা হলেই একে অপরকে আক্রমণ করতে উদ্যত৷ তবে কেন এই দুই প্রাণী অর্থাৎ সাপ এবং নেউলের সম্পর্ক নিয়ে এমন প্রবাদ তৈরি হল তার প্রমাণ পাবেন এই ভিডিওতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কথায় বলে সাপে-নেউলে সম্পর্ক। অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক ভয়ঙ্কর তিক্ত৷ দেখা হলেই একে অপরকে আক্রমণ করতে উদ্যত৷ তবে কেন এই দুই প্রাণী অর্থাৎ সাপ এবং নেউলের সম্পর্ক নিয়ে এমন প্রবাদ তৈরি হল তার প্রমাণ পাবেন এই ভিডিওতে৷
সাপে-নেউলে জোরদার লড়াই! নেউলের পাশে আছে বন্ধু কাঠবেড়ালি, শেষ হাসি হাসল কে?
সাপে-নেউলে জোরদার লড়াই! নেউলের পাশে আছে বন্ধু কাঠবেড়ালি, শেষ হাসি হাসল কে?
advertisement

ভিডিওটি একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো৷ ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি সাপ একটি নেউলকে আক্রমণ করতে উদ্যত৷ ফনা তুলে নেউলকে লক্ষ্য করে তেড়ে যাচ্ছে৷

অন্যদিকে নেউলটিও পাল্টা আক্রমণ করছে৷ নিজেকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করছে৷ তবে এখানে নেউলের বিপদে তার পাশে দাঁড়িয়েছে কয়েকজন বন্ধু৷ বেশ কয়েকটি কাঠবেড়ালি৷ তারাও চেষ্টা করছে সাপের হাত থেকে নেউলকে বাঁচাবার৷

advertisement

আরও পড়ুন: ছবিতে লুকিয়ে একটি UFO, আপনি কি পারবেন ২০ সেকেন্ডে খুঁজে বের করতে? ৯৯ শতাংশ মানুষই কিন্তু ফেল!

এই ভয়ানক লড়াইয়ের শেষে কি হল? কে জিতল? বন্ধুদের সাহায্য কতটা কাজে এল নেউলের? ভিডিও দেখে অবশ্য তা বোঝা যায় নি৷ কারণ ভিডিওটি এডিট করে বানানো৷ তবে ভিডিওর শেষে ভয়েস ওভারে বলতে শোনা গেল,‘‘সবক্ষেত্রে এমনটা হয় না’’৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কিন্তু কেন এই দুই একে অপরকে সর্বদা আক্রমণ করে? সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে একজন এই প্রশ্নটি Quora সাইটে পোস্ট করেছেন৷ সেখানে বিভিন্ন জন উত্তর দিয়েছেন৷ কেউ কেউ লিখেছেন যে, এটি উভয় প্রাণীর বেঁচে থাকার স্বাভাবিক প্রবৃত্তি।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: সাপে-নেউলে জোরদার লড়াই! নেউলের পাশেই আছে বন্ধু কাঠবেড়ালি, শেষ হাসি হাসল কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল