ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন স্বল্পবসনা মহিলা পার্টির পোশাকে মেট্রোয় দাঁড়িয়েছিলেন। তাঁর উত্তেজক পোশাক দেখে সিটে বসে থাকা একজন সেই ছল করে সেই মহিলার ভিডিও করা শুরু করেন। এবার ফোন কানে ধরতে গেলেই ফোনের ফ্ল্যাশ জ্বলতে শুরু করে। সেটা দেখে মহিলার মনে হয় সেই যুবক তাঁর ভিডিও করছেন। তখনই সেই মহিলা যুবককে শিক্ষা দেন। গালে কষিয়ে চড় মারেন যুবক। এই ঘটনার সঙ্গে অনেকেরই মনে হয়েছে নিজেদের জীবনেও অনেক সময় এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়।
আরও পড়ুন: তিনতলা থেকে মাথায় ভেঙে পড়ল এসির ইউনিট! মৃত্যু কিশোরের, দেখুন ভয়ঙ্কর ভিডিও
সমাজমাধ্যমে অবশ্য অনেকে কমেন্ট করে ভিডিওর সত্যতা সম্পর্কে প্রশ্ন তুলেছেন। তবে অনেকে আবার এই ঘটনার ভিডিও নিয়ে বলেছেন, যদি সত্যিই এই ঘটনা অভিনয়ও হয়, তা-ও এই ঘটনা ভাল বার্তা দেবে। কারণ নিত্যদিন বাসে-মেট্রোয় অনেকেই মহিলাদের পোশাক নিয়ে কটূ দৃষ্টিতে তাকান বা কুমন্তব্য করেন।