তবে ভিডিওটি অনলাইনে সমালোচনার বিষয় হয়েছে। কিছু ব্যবহারকারী কমেন্ট বিভাগে লিখেছেন যে জলখাবার পশুর স্বাস্থ্যের জন্য ভাল নয়। ভিডিওটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী ধীরজ চাব্রা শেয়ার করেছেন এবং ৮ লাখেরও বেশি ভিউ হয়েছে তাতে।
আরও পড়ুন : সেরা পাঁচেও রইল না 'মিঠাই', TRP মাতালো 'জগদ্ধাত্রী', এই সপ্তাহে মেগার লড়াইয়ে বড় চমক
ক্লিপটিতে দেখা যাচ্ছে যে একজন মহিলা ফুচকাওয়ালার কাছে এসে ওরিও নামে একটি ছোট্ট কুকুরছানা কোলে দাঁড়িয়ে আছেন। তারপরে তিনি বিক্রেতাকে তাঁর কুকুরছানার জন্য ফুচকা পরিবেশন করতে বলে৷ এরপরেই বিক্রেতা একটি কাগজের বাটি বের করে এবং তাতে পোষা প্রাণীকে ফুচকা পরিবেশন করেন। আশ্চর্যের বিষয়, কুকুরছানাটি বিনা দ্বিধায় তা খেয়ে ফেলে। কোথাকার ভিডিও তা জানা যায়নি এখনও৷
ভিডিওর শেষে ধীরজ, যিনি ভিডিওটি শুট করছেন বলে মনে হচ্ছে তিনি রসিকতা করে বিক্রেতাকে বলছেন, "ভাইয়া ইসসে পায়েস ভি লে লো (পোষ্যর থেকে টাকাও নিয়ে নিন)।"
আরও পড়ুন : স্কুল না কলেজ? সঙ্গমের বিষয়ে জানার সঠিক বয়স কোনটি?
কমেন্ট বিভাগে দুধরণের কমেন্ট পড়েছে৷
ভিডিওটি দেখার পর ইনস্টাগ্রাম ইউএসআর-এ লিখেছেন, "মাসুম কা সত্যানাশ মাত করো, প্লিসসসসস (দয়া করে পোষা প্রাণীটিকে নষ্ট করবেন না)"
অপর একজন লিখেছেন, ''আচ্ছা ইনকো বোলতে হ্যায় পড়ে লিখে গওয়ার, (তাই এরা শিক্ষিত বোকা)''।
তৃতীয় একজন লিখেছেন, "ঈশ্বর পোষা প্রাণীটিকে দীর্ঘায়ু দিক।"