TRENDING:

Viral Video : বোতল ধরে অবাক জলপান! একরত্তি কাঠবিড়ালির তৃষ্ণা নিবারণ করে ভাইরাল জনৈক পশুপ্রেমী

Last Updated:

Viral Video : ট্যুইটারে শেয়ার করে এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে ‘স্টে হাইড্রেটেড’৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মানুষের মতো পশুপ্রাণীরাও নাজেহাল হয়ে যায় প্রাণান্তকর গরমে ৷ অনেকেই গরমে পাখিদের জন্য বাড়ির বারান্দা ও ছাদে খাবারের সঙ্গে রেখে দেন ছোট্ট এক পাত্র জল ৷ পশুর তৃষ্ণা নিবারণের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে৷
Viral Video
Viral Video
advertisement

তাপপ্রবাহে জেরবার ছোট্ট এক কাঠবিড়ালিও ৷ ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা জলপান করাচ্ছে তৃষ্ণার্ত কাঠবিড়ালিকে ৷ একরত্তি কাঠবিড়ালিও দিব্যি জলের বোতল ধরে পান করছে জল ৷ ট্যুইটারে শেয়ার করে এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে ‘স্টে হাইড্রেটেড’৷

আরও পড়ুন : একটা আম ১৫০০ টাকা! নবাবি মুর্শিদাবাদে কোহিতুর নাকি খাওয়া হত সোনার টুথপিকে গেঁথে

advertisement

সামাজিক মাধ্যমে ভিডিওটির ভিউজ ছাপিয়ে গিয়েছে ২.৫ মিলিয়ন ৷ এসেছে অসংখ্য মন্তব্য ও শুভেচ্ছাবার্তা ৷ অনেক ট্যুটারেত্তি শেয়ার করেছেন নিজেদের পোষ্যর ছবি এবং ভিডিও-ও ৷ ১ হাজারের বেশি ট্যুইারেত্তি রিট্যুইট করেছেন এই পোস্ট৷

আরও পড়ুন : তারের জালে ভরসা দায়সারা টেপ! প্রাণহানির পরও শহরের সর্বত্র বিদ্যুৎবাহী মরণফাঁদ

advertisement

এক জন নেটিজেন লিখেছেন ‘‘এটা দেখে মন ভাল হয়ে যায়, শেয়ারিং ইজ কেয়ারিং৷’’ আর একজনের মন্তব্য ‘‘বেচারা ছোট্ট প্রাণীটির খুবই তেষ্টা পেয়েছিল৷’’ এই প্রসঙ্গে আর এক নেটিজেন মনে করিয়ে দিয়েছেন ছোট ছোট প্রাণীদেরও তৃষ্ণ নিবারণের গুরুত্ব৷

advertisement

আরও পড়ুন : বুস্টার ডোজ নিলেও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ভাইরাস, জানুন কাদের বিপদ বেশি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভাইরাল ভিডিও ক্লিপটি কোথাকার জানা যায়নি৷ কিন্তু ইন্টারনেটের দুনিয়ায় ভাইরাল হতে তো আর স্থান-কাল-পাত্রের প্রয়োজন হয় না ৷ তাই নেটিজেনরা চুটিয়ে উপভোগ করছেন কাঠবিড়ালির অবাক জলপান ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : বোতল ধরে অবাক জলপান! একরত্তি কাঠবিড়ালির তৃষ্ণা নিবারণ করে ভাইরাল জনৈক পশুপ্রেমী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল