তাপপ্রবাহে জেরবার ছোট্ট এক কাঠবিড়ালিও ৷ ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা জলপান করাচ্ছে তৃষ্ণার্ত কাঠবিড়ালিকে ৷ একরত্তি কাঠবিড়ালিও দিব্যি জলের বোতল ধরে পান করছে জল ৷ ট্যুইটারে শেয়ার করে এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে ‘স্টে হাইড্রেটেড’৷
আরও পড়ুন : একটা আম ১৫০০ টাকা! নবাবি মুর্শিদাবাদে কোহিতুর নাকি খাওয়া হত সোনার টুথপিকে গেঁথে
advertisement
সামাজিক মাধ্যমে ভিডিওটির ভিউজ ছাপিয়ে গিয়েছে ২.৫ মিলিয়ন ৷ এসেছে অসংখ্য মন্তব্য ও শুভেচ্ছাবার্তা ৷ অনেক ট্যুটারেত্তি শেয়ার করেছেন নিজেদের পোষ্যর ছবি এবং ভিডিও-ও ৷ ১ হাজারের বেশি ট্যুইারেত্তি রিট্যুইট করেছেন এই পোস্ট৷
আরও পড়ুন : তারের জালে ভরসা দায়সারা টেপ! প্রাণহানির পরও শহরের সর্বত্র বিদ্যুৎবাহী মরণফাঁদ
এক জন নেটিজেন লিখেছেন ‘‘এটা দেখে মন ভাল হয়ে যায়, শেয়ারিং ইজ কেয়ারিং৷’’ আর একজনের মন্তব্য ‘‘বেচারা ছোট্ট প্রাণীটির খুবই তেষ্টা পেয়েছিল৷’’ এই প্রসঙ্গে আর এক নেটিজেন মনে করিয়ে দিয়েছেন ছোট ছোট প্রাণীদেরও তৃষ্ণ নিবারণের গুরুত্ব৷
আরও পড়ুন : বুস্টার ডোজ নিলেও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ভাইরাস, জানুন কাদের বিপদ বেশি
ভাইরাল ভিডিও ক্লিপটি কোথাকার জানা যায়নি৷ কিন্তু ইন্টারনেটের দুনিয়ায় ভাইরাল হতে তো আর স্থান-কাল-পাত্রের প্রয়োজন হয় না ৷ তাই নেটিজেনরা চুটিয়ে উপভোগ করছেন কাঠবিড়ালির অবাক জলপান ৷