এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন ভদ্রলোক নতুন চাকরি পেয়েছেন। তিনি সেই কথাটা জানিয়ে সারপ্রাইজ দিতে চান মেয়েকে। সেই উদ্দেশ্য যে সফল হয়েছে, তা ভিডিও দেখলেই স্পষ্ট বোঝা যাবে। সুইগিতে বাবার নতুন চাকরি পাওয়ায় ভীষণ খুশি মেয়ে এক ছোট্ট আনন্দ উৎসবের আয়োজন করেছে। সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হতেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। পূজা অবন্তিকা নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটি আপলোড করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: গরুকে লাথি, লেজ ধরে টান! তারপরেই জীবনের চরম শিক্ষা পেল যুবক, রইল ভিডিও
কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি ছোট্ট মেয়ে হাত দিয়ে নিজের চোখ দুটিকে ঢেকে দাঁড়িয়ে রয়েছে। তার বাবা হাতে একটি ট্রেডমার্ক করা সুইগির টি-শার্ট নিয়ে দাঁড়াতেই মেয়ে জানতে পারে বাবা সুইগিতে নতুন চাকরি পেয়েছেন। এর পরেই আনন্দে লাফিয়ে ওঠে ছোট্ট মেয়েটি। খুশিতে বাবাকে আলিঙ্গনও করে সে।
ভিডিওটি অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এক মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। নেটিজেনরা মেয়েটির প্রতিক্রিয়া দেখে অপার আনন্দ উপভোগ করেছেন। পরে কমেন্ট সেকশন তাঁদের ভালবাসাও জানিয়েছেন।
আরও পড়ুন: একেবারে ধপাস! আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরার সময় মুখ থুবড়ে পড়লেন ক্রিকেটার, ভাইরাল ভিডিও
এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, 'কী মিষ্টি!' অন্য এক ব্যবহারকারী মেয়েটির বাবার উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনি সত্যি ভাগ্যবান যে এমন একটি ছোট্ট ফুটফুটে মেয়ে পেয়েছেন।’ অনেক দর্শকই লাভ রিয়্যাকশন দিয়ে নিজেদের ভালোবাসা জানিয়েছেন। বেশ কয়েক জন বয়োজ্যেষ্ঠ নেটাগরিকরাও এমন বাবাঅন্তপ্রাণ মেয়েকে আশীর্বাদ করেছেন। সব মিলিয়ে নেটাগরিকদেরও আনন্দে চোখে জল এনে দিয়েছে ভাইরাল হওয়া এই ভিডিও।