সেই কারণেই খোঁজ নিলাম আমরা কম দামের মধ্যে নতুনত্ব সোনার বিভিন্ন অলংকারের। নবদ্বীপ চারিচারা বাজারের সংলগ্ন সোনার দোকানে, এখানে ২০০০ টাকার নিচে থেকে শুরু হচ্ছে সোনা বাঁধানো পলা! এরপর মার্কেটের তুলনায় অতি কম দামে পাওয়া যাচ্ছে হীরের আংটি থেকে শুরু করে সোনার পেনডেন্ট ইত্যাদি আরও অনেক কিছু।
আরও পড়ুন: চোখেও স্ট্রোক হয়, কখনও শুনেছেন? কীভাবে বুঝবেন জানুন, দৃষ্টিশক্তি হারানোর ভয় থেকে বাঁচুন
advertisement
এছাড়াও রয়েছে সোনার পুতির চোকার যেগুলির মূল্য নয় হাজার টাকা থেকে শুরু। এছাড়াও রয়েছে নেকলেস। সম্পূর্ণ সোনার এই নেকলেসের দাম শুরু ১৮০০০ টাকা থেকে। এছাড়াও রয়েছে ২৪ ক্যারেট সোনার ফটো ফ্রেম। মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে আপনারা দিতে পারবেন ২৪ ক্যারেট সোনার ফটো ফ্রেম।
আরও পড়ুন: দোকান থেকে কিনে কিশমিস খাচ্ছেন না কি মুনাক্কা? ঠকছেন না তো? জানুন কোনটি উপকারী
এছাড়াও হীরের লকেট শুরু হচ্ছে ৯০৫০ টাকা থেকে। যেই হীরের লকেট গুলি পড়া যাবে সোনার চেন অথবা মঙ্গলসূত্রের সঙ্গে।
Mainak Debnath