TRENDING:

বাড়ির কোনদিকে জানালা থাকা ভাল? কী বলছে বাস্তুশাস্ত্র, জানা থাকলে জীবনে উন্নতি!

Last Updated:

Vaastu tips- যে কোনো বাড়ির জানালা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। জানালা শুধুমাত্র বাতাস ও আলো প্রবেশের জন্য নয়, এর সঙ্গে জুড়ে রয়েছে বাড়িতে থাকা সদস্যদের উন্নতির রাস্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাস্তুশাস্ত্র অনুযায়ী, আপনি যদি আপনার জীবনে উন্নতি এবং সাফল্য চান, তবে অনেক নিয়ম উপেক্ষা করতে পারবেন না। এক্ষেত্রে আজ আমরা বলব বড় একটি বিষয় নিয়ে। বাড়ির জানালা আপনার কেরিয়ার-এর উন্নতিতে বড় ভূমিকা রাখতে পারে, বলছে বাস্তুশাস্ত্র। জানালা শুধুমাত্র বাড়িতে বাতাস এবং আলোই নয়, সুখ এবং সৌভাগ্যও নিয়ে আসে। জানালা সব সময় বাড়ির সঠিক অবস্থানে থাকতে হবে, যাতে ইতিবাচক শক্তি ক্রমাগত ঘরে প্রবেশ করতে পারে।
News18
News18
advertisement

যে কোনো বাড়ির জানালা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। জানালা শুধুমাত্র বাতাস ও আলো প্রবেশের জন্য নয়, এর সঙ্গে জুড়ে রয়েছে বাড়িতে থাকা সদস্যদের উন্নতির রাস্তা। তাই জানালা তৈরির জন্য বাড়ির উত্তর দিক বেছে নিন। উত্তর দিকের জানালা বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় রাখে।

আরও পড়ুন- কুমিরের দাঁতের ফাঁকে আটকে জেব্রার মাথা,রোমহর্ষক লড়াই, তার পর যা হল…

advertisement

বাড়িতে দক্ষিণমুখী জানালা না থাকাই ভাল। জানালায় পর্দা টাঙানোর চেষ্টা করুন, যাতে জানালা ঢাকা থাকে। জানালার কাছে টবে গাছ রাখতে পারেন। জ্যোতিষশাস্ত্র বলছে, দক্ষিণ দিকে জানালা ব্যবহার করলে নেতিবাচক শক্তির প্রবেশ হতে পারে। এছাড়া মানসিক অশান্তি এবং বাসিন্দাদের শরীরে রোগ বৃদ্ধির সম্ভাবনা থাকে।

আরও পড়ুন- বন্ধ কাটরা থেকে বেরোনোর পথ,তিলধারণের জায়গা নেই হোটেলগুলিতেও! বিপাকে দর্শনার্থীরা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জানালা পশ্চিম বা উত্তর-পূর্ব দিকে থাকলে উইন্ড চিম ঝুলিয়ে রাখা ভাল, বলছে বাস্তুশাস্ত্র। ঘরের ডাইনিং রুমে একের বেশি জানালা না থাকাই ভাল। তাতে খাবার টেবিলের পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বাড়ির সদস্যদের মধ্যে কলহের সম্ভাবনাও বেড়ে যায়। খাবার ঘরে একাধিক জানালা তাকলে সেটি বেশিরভাগ সময় বন্ধ রাখার চেষ্টা করুন। আপনি যদি স্লাইডিং উইন্ডো ইনস্টল করে থাকেন তবে অর্ধেকটা ঢেকে রাখুন। সেখানেও একটি উইন্ডচাইম ঝোলানো আপনার জন্য উপকারী হতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বাড়ির কোনদিকে জানালা থাকা ভাল? কী বলছে বাস্তুশাস্ত্র, জানা থাকলে জীবনে উন্নতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল