নিজেদের বিয়েতে ঘটিয়ে ফেললেন অঘটন। চলছিল বিয়ের আসর। বর কনে দু'জনেই বিয়ের সাজে সেজে মঞ্চে হাজির। মালা হাতে নিয়ে দাঁড়িয়ে হবু বর। সে সময় চলছিল তেড়ে নাচ। বাকি বিয়ে বাড়ির সকলে চুটিয়ে নাচছেন। বিয়ের মঞ্চে উঠেও চলছে নাচ। এর পরেই কনের গলায় মালা পরাতে গেলেন বর। ব্যস ঘটে গেল ভয়ানক কাণ্ড। হঠাৎ করেই হবু বরের গালে ঠাস ঠাস করে চড় মারলেন কনে। শুধু মেরেই শান্ত হননি তিনি। বিয়ের আসর থেকে নিজেই বেরিয়ে চলে গেলেন। কাউকে পাত্তা না দিয়ে নিজের বিয়ে ভাঙলেন কনে। কিন্তু কেন এমন কাজ করলেন ওই কনে? তা অবশ্য কিছু জানা যায়নি।
advertisement
যে ভিডিওটি সামনে এসেছে তাতেও কিন্তু ভুল কিছু দেখা যায়নি। আর পাঁচ জনের মতোই হবু বউয়ের গলায় মালা পরাতেই, বরের গালে এসে পড়ল ঠাসিয়ে চড়। সেই চড় মারলেন কিনা কনে নিজেই। এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়। সকলেই প্রশ্ন করেন হলটা কী! নেটিজেনরা যদিও ভিডিও শেয়ার করে একটাই প্রশ্ন করছেন, এ কনের হল কী? মালা পরানোর সময় বর কী এমন করলেন যে চড় খেতে হল, তাও সকলের সামনে! ভিডিও দেখে তাজ্জব সকলেই !
