আরও পড়ুনঃ ভারতের জাতীয় মিষ্টি কী জানেন? আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু একেবারেই নয়!
ড্রাইভার বলেন তিনি যখন কর্পোরেটে চাকরির করতেন এখন ড্রাইভিং করে তার থেকে বেশি উপার্জন করেন। শ্বেতার এই ট্যুইটটি ভাইরাল হয়েছে। বছরের শুরুতেই বহু মানুষ চাকরি হারিয়েছেন। আবার কিছু মানুষের চাকরির থাকলেও বেতন কমিয়ে দিয়েছে বহু কর্পোরেট। এই মন্দার বাজারে চাকরির অবস্থা নিয়ে সামাজ মাধ্যমে প্রচুর পোষ্ট দেখা গিয়েছে।
advertisement
সেই প্রসঙ্গে ট্যুইটারে শ্বেতা লিখেছেন, ‘আমি গতকাল একটি ক্যাবে যাচ্ছিলাম এবং সেই চালক ছিলেন একজন ইঞ্জিনিয়ার। তাঁর সঙ্গে কথোকথপনে জানতে পারি এর আগে তিনি কর্পোরেটে চাকরি করতেন। কিন্তু, এখন তিনি ক্যাব ড্রাইভিং করে তখনকার থেকে অনেক বেশি উপার্জন করেন।’ অনেকেই এই ট্যুইটের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। একজন ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, “আমার সোসাইটির কাছের পানিপুরি ওয়ালা মাসে ৩-৪ লাখ টাকা আয় করে সে মাত্র ক্লাস ৬ পাস। তিনি আমাকে বলেছেন এখন তিনি অন্য আরও জায়গায় আরেকটি স্টল খুলেছেন।”