TRENDING:

Tortoise Turned 191: স্থলভূমিতে সবথেকে বেশি বছর বেঁচে এই কচ্ছপ! তার বয়স শুনে চোখ কপালে উঠবে, জানুন জনাথনের গল্প

Last Updated:

Tortoise Turned 191: আটলান্টিক সমুদ্রের সেন্ট হেলেনা দ্বীপে নিজের জন্য সঙ্গীও পেয়েছিল সে। এক পুরুষ কচ্ছপের সঙ্গে থাকত জনাথন। তার সঙ্গে ২৬ বছরের সম্পর্ক ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রাণীজগতেই লুকিয়ে হাজার হাজার চমকপ্রদ ঘটনা। যা প্রতি মুহূর্তে বিস্ময় জাগায় মানবজগতের মনে। তেমনই এক প্রাণীর সঙ্গে আজ আলাপ হবে আপনার। একটি কচ্ছপ। নাম, জনাথন। চলতি মাসে সে ১৯১ বছরের জন্মদিন পালন করল। স্থলভূমিতে সমস্ত প্রাণীর থেকে বেশি বছর বেঁচেছে এই কচ্ছপ।
১৯১ বছরে পা দিল কচ্ছপ
১৯১ বছরে পা দিল কচ্ছপ
advertisement

১৮৩২ সালে তার জন্ম হয়েছিল বলেই মনে করা হয়। ৫০ বছর পরে সেন্ট হেলেনায় নিয়ে যাওয়া হয় তাকে। যেই সময়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন সে কতটা পরিপক্ক হয়েছে, তার ভিত্তিতে মনে করা হয়, সেই সময়ে তার বয়স ৫০ বছর হবেই। ২০২২ সালে ব্রিটিশ বিদেশী অঞ্চলের গভর্নর নাইজেল ফিলিপস ৪ ডিসেম্বর জনাথনের জন্মদিন হিসেবে ঘোষণা করেন। সেই অনুমানের উপর ভিত্তিতে এই বছর জোনাথন ১৯১ বছরে পা দিল।

advertisement

আরও পড়ুন: পাগল কুকুরের কামড়ে ক্ষেপে উঠল ষাঁড়! তার তাণ্ডবে হুলস্থুল কালিয়াগঞ্জে, জখম তিন

জনাথনের বয়স জানার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা চমকে গিয়েছেন। ইন্টারনেট ব্যবহারকারীদের মতে, এই কচ্ছপটি একাধিক যুগ পরিবর্তন দেখেছে। সমস্ত যুগান্তকারী আবিষ্কারের সাক্ষী। টেলিফোন আবিষ্কার থেকে ইন্টারনেট আবিষ্কার, আরও কত কী!

advertisement

আটলান্টিক সমুদ্রের সেন্ট হেলেনা দ্বীপে নিজের জন্য সঙ্গীও পেয়েছিল সে। এক পুরুষ কচ্ছপের সঙ্গে থাকত জনাথন। তার সঙ্গে ২৬ বছরের সম্পর্ক ছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

জনাথনের দীর্ঘদিনের পশুচিকিৎসক জো হলিন্স গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে (জিডব্লিউআর) বলেছেন, জনাথনের ঘ্রাণশক্তি হারিয়েছে এবং ছানি থেকে কার্যত অন্ধ সে, তাও তার খিদেবোধ প্রবল। একটি ছোট টিম তৈরি হয়েছে তার জন্য, যারা সপ্তাহে একবার ফল এবং শাকসবজি নিয়ে হাতে করে খাইয়ে দেয়। কেবল তার ক্যালোরির পরিপূরক নয় বরং তার বিপাকের সেই প্রয়োজনীয় চালকগুলিকে সরবরাহ করে: ভিটামিন, খনিজ উপাদান।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Tortoise Turned 191: স্থলভূমিতে সবথেকে বেশি বছর বেঁচে এই কচ্ছপ! তার বয়স শুনে চোখ কপালে উঠবে, জানুন জনাথনের গল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল