TRENDING:

জলের বিশাল কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে আকাশে উঠছে! আতঙ্কে অস্থির সবাই...ভিডিও দেখলে আপনিও বিস্মিত হবেন!

Last Updated:

কয়েক মিনিট ধরে চলা এই টর্নেডোর মতো ঘটনা শেষ হতেই আশেপাশের এলাকা লন্ডভন্ড হয়ে যায়। গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে, ছোটখাটো কাঁচাবাড়ির ছাউনি উড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা: জলের কুণ্ডলী পাকিয়ে উপরে উঠছে, মিনাখাঁয় দৃশ্য দেখে আতঙ্কে এলাকার মানুষ। মিনাখার চৈতল নেরুলী এলাকায় হঠাৎই টর্নেডোর মতো এক আজব প্রাকৃতিক দৃশ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন দেখা যায়, একটি জলাশয় থেকে হঠাৎই বিশাল জলরাশি ঘূর্ণিবায়ুর টানে আকাশের দিকে উঠে যাচ্ছে। ক্রমে সেই জলরাশি একটি কুণ্ডলী পাকিয়ে আরও উপরে উঠতে থাকে, যা দেখে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়ায়।
advertisement

এই দৃশ্য ছিল যেন সিনেমার মতো — গ্রামাঞ্চলের মানুষ এমন প্রাকৃতিক দৃশ্য আগে কখনও দেখেননি। কেউ কেউ প্রথমে ঘর থেকে বের হতে ভয় পান, আবার অনেকেই বাইরে এসে মোবাইলে ভিডিও ধারণ করেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে। প্রায় কয়েক মিনিট ধরে চলা এই টর্নেডোর মতো ঘটনা শেষ হতেই আশেপাশের এলাকা লন্ডভন্ড হয়ে যায়।

advertisement

রবিবার মাংস হবে, তার আগে কেক কেটে সেলিব্রেশন! লুচি, মিষ্টি… BSF পূর্ণমের ঘরে কী হচ্ছে দেখুন!

স্বামী টয়লেটে গেলে স্ত্রী হাতে পেলেন মোবাইল ফোন, ‘আনলকড’…! তার পর যা দেখলেন, পরিণতি হল মারাত্মক!

গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে, ছোটখাটো কাঁচাবাড়ির ছাউনি উড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনো গুরুতর আহতের খবর মেলেনি, তবে এ বিষয়ে বিশিষ্ট শিক্ষক তথা বিজ্ঞান মঞ্চের সদস্য রঞ্জিত রায় বলেন, \”গরমে জলাশয়ের জলীয়বাষ্প উপরে উঠে নিম্নচাপ তৈরি করে। এই নিম্নচাপে চারপাশের বায়ু ছুটে এসে ঘূর্ণায়মান আকার নেয়। ঘূর্ণনের কারণে এই বাতাস ঘুরতে ঘুরতে শক্তিশালী ঝড়ে পরিণত হয় যা ঝোড়ো হাওয়া ও জলের তাণ্ডব ঘটাতে পারে।\”

advertisement

লোকজন প্রথমে বোঝে না কী হচ্ছে। কেউ হাঁসফাঁস করে ঘরে ঢুকে পড়ে, কেউ দৌড়ে মাঠে, কেউ আবার মোবাইল তুলে ক্যামেরা অন করে—কাঁপা হাতে, কাঁপা হৃদয়ে। বৃদ্ধ-মহিলা-শিশু—সবাই যেন সময়ের গহ্বরে আটকে পড়ে। শিশুরা কাঁদছে, গবাদি পশু দিশেহারা হয়ে ছুটছে, গাছের পাতা ঝরে পড়ছে এক ভয়াল শব্দে। টর্নেডোটি ছিল ক্ষণিকের—মাত্র কয়েক মিনিট। কিন্তু তার উপস্থিতি যেন ছাপ ফেলে গেল হৃদয়ের গভীরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
জলের বিশাল কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে আকাশে উঠছে! আতঙ্কে অস্থির সবাই...ভিডিও দেখলে আপনিও বিস্মিত হবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল