এই দৃশ্য ছিল যেন সিনেমার মতো — গ্রামাঞ্চলের মানুষ এমন প্রাকৃতিক দৃশ্য আগে কখনও দেখেননি। কেউ কেউ প্রথমে ঘর থেকে বের হতে ভয় পান, আবার অনেকেই বাইরে এসে মোবাইলে ভিডিও ধারণ করেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে। প্রায় কয়েক মিনিট ধরে চলা এই টর্নেডোর মতো ঘটনা শেষ হতেই আশেপাশের এলাকা লন্ডভন্ড হয়ে যায়।
advertisement
রবিবার মাংস হবে, তার আগে কেক কেটে সেলিব্রেশন! লুচি, মিষ্টি… BSF পূর্ণমের ঘরে কী হচ্ছে দেখুন!
স্বামী টয়লেটে গেলে স্ত্রী হাতে পেলেন মোবাইল ফোন, ‘আনলকড’…! তার পর যা দেখলেন, পরিণতি হল মারাত্মক!
গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে, ছোটখাটো কাঁচাবাড়ির ছাউনি উড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনো গুরুতর আহতের খবর মেলেনি, তবে এ বিষয়ে বিশিষ্ট শিক্ষক তথা বিজ্ঞান মঞ্চের সদস্য রঞ্জিত রায় বলেন, \”গরমে জলাশয়ের জলীয়বাষ্প উপরে উঠে নিম্নচাপ তৈরি করে। এই নিম্নচাপে চারপাশের বায়ু ছুটে এসে ঘূর্ণায়মান আকার নেয়। ঘূর্ণনের কারণে এই বাতাস ঘুরতে ঘুরতে শক্তিশালী ঝড়ে পরিণত হয় যা ঝোড়ো হাওয়া ও জলের তাণ্ডব ঘটাতে পারে।\”
লোকজন প্রথমে বোঝে না কী হচ্ছে। কেউ হাঁসফাঁস করে ঘরে ঢুকে পড়ে, কেউ দৌড়ে মাঠে, কেউ আবার মোবাইল তুলে ক্যামেরা অন করে—কাঁপা হাতে, কাঁপা হৃদয়ে। বৃদ্ধ-মহিলা-শিশু—সবাই যেন সময়ের গহ্বরে আটকে পড়ে। শিশুরা কাঁদছে, গবাদি পশু দিশেহারা হয়ে ছুটছে, গাছের পাতা ঝরে পড়ছে এক ভয়াল শব্দে। টর্নেডোটি ছিল ক্ষণিকের—মাত্র কয়েক মিনিট। কিন্তু তার উপস্থিতি যেন ছাপ ফেলে গেল হৃদয়ের গভীরে।
জুলফিকার মোল্যা