# মেটাল বা ধাতব উইন্ড চাইম ঝুলিয়ে রাখুন বাড়ির পশ্চিম, উত্তর এবং উত্তর পশ্চিম অমশে রাখুন৷ পশ্চিমে রাখলে বাচ্চাদের জন্য শুভ৷ ঘরের উত্তর অংশে রাখলে কেরিয়ারে নতুন নতুন দিশা খুলে যায়৷ উত্তর পশ্চিম কোণে থাকলে ভাগ্য সুপ্রসন্ন হয়৷
# কাঠের উইন্ড চাইম হলে সেটি রাখুন ঘরের পূর্ব, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ দিকে৷ পূর্ব অংশে ঝুলিয়ে রাখলে সংসারের শ্রীবৃদ্ধি হয়৷ দক্ষিণ পূর্ব অংশে উইন্ড চাইম থাকলে সংসারে অর্থাগম হয়৷ দক্ষিণ দিকে রাখলে সৌভাগ্য বিকশিত হয়৷
advertisement
আরও পড়ুন : কনুই, হাঁটু, বাহুমূলের নাছোড়বান্দা কালো দাগ তুলে ফেলুন ঘরোয়া উপকরণেই
# সেরামিকের হলে উইন্ড চাইম রাখুন দক্ষিণ পশ্চিম, বাড়ির মধ্য অংশে এবং উত্তর পূর্ব অংশে৷ বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে একদম উইন্ড চাইম ঝোলাবেন না৷ তাহলে প্রেমের পথে বাধাবিঘ্ন আসবে৷ শৌচাগার, স্টোররুমে ভুলেও উইন্ড চাইম রাখবেন না৷ কারণ তাতে নেগেটিভ এনার্জি চলে আসে৷
আরও পড়ুন : গরমে চুলকানি ও ত্বকের অন্য সমস্যা থেকে মুক্তি পেতে রইল ঘরোয়া টোটকা
# দোকানের দরজায় উইন্ড চাইম ঝুলিয়ে রাখুন৷ এর ফলে শুভ শক্তির পাশাপাশি দোকানে ক্রেতার সংখ্যাও বাড়ে৷
আরও পড়ুন : মহিলাদের সুন্দর সাজের গোপন রহস্য সঠিক অন্তর্বাস, তাই কেনার আগে এই বিষয় গুলি মনে রাখুন
# উইন্ড চাইমের রডগুলি ফাঁপা হয়৷ ফলে হাওয়ায় দোলে এবং সুন্দর টুংটাং শব্দও হয়৷ ৬ টা বা ৮ টা ফাঁপা রড আছে, এরকম উইন্ড চাইম কিনুন৷