TRENDING:

এমন হলেই জানবেন হাতে প্রচুর টাকা আসবেই, রুখতে পারবে না কেউই

Last Updated:

খারাপ সময়ের শেষ হয়ে একবার না একবার ভাল সময় আসে সবারই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জ্যোতিষীরা নাকি হাত, জন্ম তারিখ বা গ্রহ নক্ষত্র দেখে না কি বলে দিতে পারে মানুষের ভাগ্য ৷ আপনার জীবনে কী ঘটতে চলেছে বা আপনার জীবনের সমস্যা দূর করার সহজ উপায়ও নাকি তারা বলে দিতে পারেন ৷ অনেকে এতে বিশ্বাস করেন আবার অনেকের কাছে এই সব কুসংস্কার ছাড়া আর কিছুই নয় ৷
advertisement

প্রতীকী ছবি

সমাজে এরকম অনেক কুসস্কার প্রচলিত রয়েছে ৷ এরকমই কিছু কুসস্কার রয়েছে যা থেকে নাকি বোঝা যায় আপনার হাতে টাকা আসতে চলেছে ৷ বিশ্বাস না করলেও একবার ভেবে দেখুন আপনার সঙ্গে কখনও কী এগুলি মিলিছে কি না ৷

advertisement

১. বলা হয় যে স্বপ্নে যদি সাদা বা সোনালি সাপ দেখেন তাহলে তার অর্থ লাভ হতে চলেছে ৷

২. ঘুম থেকে উঠেই যদি নারকেল কিংবা সাদা রাজহাঁস দেখেন তাহলেও হাতে আসতে পারে টাকা ৷

৩. বেড়াতে যাওয়ার সময় যদি গাড়ির ডানদিকে সাপ দেখলে ভয় পাবেন না ৷ কারণ শীঘ্রই হাতে আসতে চলেছে টাকা ৷ শুধু সাপ নয় অন্য কোনও প্রাণী দেখলেও অর্থ লাভ হতে পারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

৪. স্বপ্নে যদি সবুজ মাঠ এবং জলাশয় দেখা মানে এটা ধনী হওয়ার লক্ষণ ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এমন হলেই জানবেন হাতে প্রচুর টাকা আসবেই, রুখতে পারবে না কেউই