TRENDING:

Swedish Girl Carries: লিপস্টিক বা পার্ফিউম নয়, তরুণীর হ্যান্ডব্যাগ থেকে বেরলো এক অদ্ভুত জিনিস

Last Updated:

this Swedish woman carries gluten-free bread: হ্যান্ডব্যাগে কোনও মেকআপ বা মাউথ ফ্রেশনার নয়৷ ব্যাগের মধ্যে রয়েছে গ্লুটেন ফ্রি রুটি৷ এই ব্যাগের মালিক একজন সুইডেন তরুণী। এই ধরনের অদ্ভুত শখের জন্য ক্লাবের বাউন্সাররা রীতিমতো বিভ্রান্ত হয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: পার্সে কী কী থাকতে পারে? উত্তর আসতে পারে মেকআপ, মাউথ ফ্রেশনার পার্ফিউম। কেউ আবার তাঁদের হ্যান্ডব্যাগে কিছু প্রয়োজনীয় জিনিস পত্র রাখে, যেমন ইনহেলার বা কিছু গুরুত্বপূর্ণ ওষুধ। তাঁর জন্য অনেক সময় ক্লাবের বাউন্সাররা সমস্যা করত৷ কিছু জিনিস রেখে তবে সেখানে ঢুকতে হয়৷ কিন্তু ভাবুন হ্যান্ডব্যাগে কোনও মেকআপ বা মাউথ ফ্রেশনার নয়৷ ব্যাগের মধ্যে রয়েছে গ্লুটেন ফ্রি রুটি৷ এই ব্যাগের মালিক একজন সুইডেন তরুণী। এই ধরনের অদ্ভুত শখের জন্য ক্লাবের বাউন্সাররা রীতিমতো বিভ্রান্ত হয়েছেন৷
সুইডিশ মেয়ের ব্যাগ থেকে বেরোল অদ্ভুত জিনিস
সুইডিশ মেয়ের ব্যাগ থেকে বেরোল অদ্ভুত জিনিস
advertisement

আরও পড়ুন:কোথাও হিল পড়া নিষেধ, কোথাও হাসা বাধ্যতামূলক, পৃথিবীর কয়েকটা দেশে আছে এমনই আজব কিছু আইন

সেই তরুণীর বক্তব্য, তিনি ম্যাকডোনাল্ডসের বার্গার ভালবাসেন! ২২ বছরের এভলিন বার্টন সুইডেনে জন্মগ্রহণ করেন৷ ১১ বছর বয়সে তিনি চলে আসেন ইংল্যান্ডে। লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের পড়েন তিনি৷ তাঁর দাবি,তিনি আগাগোড়াই ব্যাগে রুটি নিয়ে যেতেন৷

আরও পড়ুন:বিমানবন্দরে অসংখ্য সাপের মতো ওগুলো কী! ভয়ঙ্কর ঘটনা! ভাইরাল ভিডিও

advertisement

এই জন্য তাঁর হ্যান্ডব্যাগটি “হ্যান্ডব্যাগ রুটি” নামে পরিচিত। তাঁর কথায়, “আমি পাউরুটি নিয়েই নাইটক্লাব বা বারে নিয়ে যাই৷ যাতে আমি যখনই চাই বার্গার উপভোগ করতে পাই।”

অনেক জায়গাতেই বাইরের খাবার নিয়ে যেতে দেওয়া হয় না৷ সেই নিয়ে তরুণীর ব্যাখ্যা, তিনি কয়েলিয়াক রোগে আক্রান্ত৷ সেই জন্য তিনি মার্কস এবং স্পেন্সারকে (এমইভলিন বার্টন যখন মাত্র সাত বছর বয়সে সিলিয়াক ডিজিজে আক্রান্ত হন। সাতবছর ধরেই তিনি এউ রোগের শিকার৷ তিনি বাইরের পাস্তা বা রুটি খেতে পারেন না৷ সেই জন্যই তাঁকে এই ধরনের গ্লুটোন ফ্রি খাবার খেতে হয়৷

advertisement

যদিও তিনি বলেন বন্ধুদের সঙ্গে যখন যেতেন, সবসময় বানলেস ডবল চিজবার্গার অর্ডার করেন। এভলিন দাবি করেছেন রেস্তরাঁর অনেকেই তাঁকে গ্লুটোন ফ্রি রুটি দেওয়ার প্রস্তাব দেন৷ কিন্তু অ্যালার্জির ভয়ে তিনি তা গ্রহণ করতে পারেন না৷ তাই তাঁর ভরসা “হ্যান্ডব্যাগ রুটি”

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Swedish Girl Carries: লিপস্টিক বা পার্ফিউম নয়, তরুণীর হ্যান্ডব্যাগ থেকে বেরলো এক অদ্ভুত জিনিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল