আরও পড়ুন:কোথাও হিল পড়া নিষেধ, কোথাও হাসা বাধ্যতামূলক, পৃথিবীর কয়েকটা দেশে আছে এমনই আজব কিছু আইন
সেই তরুণীর বক্তব্য, তিনি ম্যাকডোনাল্ডসের বার্গার ভালবাসেন! ২২ বছরের এভলিন বার্টন সুইডেনে জন্মগ্রহণ করেন৷ ১১ বছর বয়সে তিনি চলে আসেন ইংল্যান্ডে। লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের পড়েন তিনি৷ তাঁর দাবি,তিনি আগাগোড়াই ব্যাগে রুটি নিয়ে যেতেন৷
আরও পড়ুন:বিমানবন্দরে অসংখ্য সাপের মতো ওগুলো কী! ভয়ঙ্কর ঘটনা! ভাইরাল ভিডিও
advertisement
এই জন্য তাঁর হ্যান্ডব্যাগটি “হ্যান্ডব্যাগ রুটি” নামে পরিচিত। তাঁর কথায়, “আমি পাউরুটি নিয়েই নাইটক্লাব বা বারে নিয়ে যাই৷ যাতে আমি যখনই চাই বার্গার উপভোগ করতে পাই।”
অনেক জায়গাতেই বাইরের খাবার নিয়ে যেতে দেওয়া হয় না৷ সেই নিয়ে তরুণীর ব্যাখ্যা, তিনি কয়েলিয়াক রোগে আক্রান্ত৷ সেই জন্য তিনি মার্কস এবং স্পেন্সারকে (এমইভলিন বার্টন যখন মাত্র সাত বছর বয়সে সিলিয়াক ডিজিজে আক্রান্ত হন। সাতবছর ধরেই তিনি এউ রোগের শিকার৷ তিনি বাইরের পাস্তা বা রুটি খেতে পারেন না৷ সেই জন্যই তাঁকে এই ধরনের গ্লুটোন ফ্রি খাবার খেতে হয়৷
যদিও তিনি বলেন বন্ধুদের সঙ্গে যখন যেতেন, সবসময় বানলেস ডবল চিজবার্গার অর্ডার করেন। এভলিন দাবি করেছেন রেস্তরাঁর অনেকেই তাঁকে গ্লুটোন ফ্রি রুটি দেওয়ার প্রস্তাব দেন৷ কিন্তু অ্যালার্জির ভয়ে তিনি তা গ্রহণ করতে পারেন না৷ তাই তাঁর ভরসা “হ্যান্ডব্যাগ রুটি”