না, তিনি কোনও দেশের নেতা নন, নন কোনও রুপোলি পর্দার তারকা বা বিশ্বের কোনও কুখ্যাত অপরাধী। তাঁর পরিচয়, তিনি বিশ্বের সব থেকে লম্বা মহিলা।
২৪ বছর বয়সি তুর্কি নাগরিক রুমেসা গেলগি (এল)। তাঁর উচ্চতা ৭ ফুট ০.৭ ইঞ্চি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তাঁকে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মহিলা হিসাবে চিহ্নিত করা হয়েছে। রুমেসার জীবনের প্রথম বিমান সফরের জন্যই বিশেষ ব্যবস্থা করা হয়েছিল উড়ান সংস্থার পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুন: বিদেশের 'অমিতাভ-জয়া'! কাছে চেয়ার না থাকলে নাকি কথাই হয় না, জানুন দম্পতির গল্প
সাত ফুটেরও বেশি লম্বা রুমেসা গেলগি তুরস্কের ইস্তানবুল থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন গত সেপ্টেম্বরে। তুরস্কের এয়ারলাইনস তাঁকে সান ফ্রান্সিসকো ভ্রমণের অনুমতি দেয়। তবে এই কারণে ওই বিমান সংস্থার একটি বিমানে বেশ খানিকটা অদল বদল করতে হয়। ছয়টি ইকোনমি ক্লাস আসন সরিয়ে দিতে হয়। ১৩ ঘণ্টার উড়ানে রুমেসার জন্য একটি বিশেষ স্ট্রেচারের ব্যবস্থাও করা হয় বলে জানা গিয়েছে সংবাদ মাধ্যম সূত্রে।
নিজের অস্বাভাবিক উচ্চতার কারণেই এর আগে কখনও বিমান সফর করতে পারেননি ২৪ বছরের রুমেসা। আসলে ওয়েভার সিনড্রোম নামক এক বিশেষ সমস্যার শিকার তুরস্কের ওই তরুণী। এই সমস্যায় হাড়ের অতিরিক্ত বৃদ্ধি ঘটে। অতিরিক্ত বৃদ্ধি হয় শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গেও। জানা গিয়েছে, খুব ছোটবেলায়ও রুমেসাকে সাধারণ আসনে বসানো যেত না।
রুমেসা সাধারণত ভ্রমণের সময় হুইলচেয়ার বা ওয়াকার ব্যবহার করে থাকেন। জীবনের এতগুলো বছর কাটিয়ে দেওয়ার পর তিনি প্রথম বিমানে উঠলেন। স্বাভাবিক ভাবেই তাঁর মধ্যেও ছিল উত্তেজনা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে রুমেসা বিমান সফরের ছবি ও ভিডিও-র একটি সিরিজ শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত একটি নির্বিঘ্ন যাত্রা।’
রুমেসা লিখেছেন, ‘এটি আমার প্রথম উড়ান। তবে আশা করি এটাই শেষ হবে নয়। এরপর থেকে, টার্কি এয়ারলাইনসের সঙ্গে বিশ্বের বিভিন্ন স্থানে আমি যেতে পারব। আর এমনটা হলে আমি অত্যন্ত সম্মানিত এবং খুশি হব। আমার এই যাত্রার সঙ্গে জড়িত প্রত্যেকটি মানুষকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই।’
আরও পড়ুন: কাক মাথা ছুঁঁয়ে গিয়েছে? সাবধান! সামনেই সর্বনাশ, জেনে নিন কাক দেখা কখন শুভ কখন মারাত্মক অশুভ
জানা গিয়েছে, সফটওয়্যার ডেভেলপমেন্টে নিয়ে কাজ করেন রুমেসা। সে কারণেই তাঁকে ক্যালিফোর্নিয়া যেতে হয়েছিল। পাশাপাশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেরও কিছু কাজ ছিল তাঁর।
২০১৪ সালে প্রথম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জিতেছিলেন রুমেসা। ২০২১ সালে আনুষ্ঠানিক ভাবে তাঁকে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মহিলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তার আগে পর্যন্ত তাঁর শিরোপা ছিল ‘বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত কিশোরী’ হিসাবে।
রুমেসার দখলেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হাত, দীর্ঘতম আঙুল এবং দীর্ঘতম পিঠের অধিকারী মহিলা হওয়ার রেকর্ডও।