বিদেশের 'অমিতাভ-জয়া'! কাছে চেয়ার না থাকলে নাকি কথাই হয় না, জানুন দম্পতির গল্প
- Published by:Teesta Barman
Last Updated:
ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে বেথানি জানিয়েছেন যে, এত পার্থক্য থাকা সত্ত্বেও, তাঁর স্বামীকে তিনি খুব ভালোবাসেন এবং তাঁর স্ত্রী হতে পেরে গর্ব অনুভব করেন।
ভালবাসার সম্পর্কে বাইরের কোনও বাধাই আসলে বাধা নয়। মনের মিলনই যে কোনও সম্পর্ককে এক সূত্রে বেঁধে রাখে। এই কথাই আরও একবার প্রমাণ করলেন এই জনপ্রিয় দম্পতি। তাঁরা এমনই এক দম্পতি, যাঁদের বাইরের দিক থেকে অনেক অমিল থাকলেও একে অপরের ভালবাসায় নিজেদের মতো করে মানিয়ে নিয়েছেন তাঁরা।
এই দম্পতির মধ্যে একজনের উচ্চতা ৬ ফুটেরও বেশি, অন্য জন মাত্র চার ফুটের সামান্য লম্বা। স্বামী-স্ত্রীর মধ্যে এ হেন উচ্চতার পার্থক্য দেখে সকলে অবাক হলেও তাঁরা কিন্তু নির্বিকার! বেথানি কাসাউরাং নামের ওই মহিলার উচ্চতা মাত্র ৪ ফুট ১০ ইঞ্চি, অন্য দিকে তাঁর স্বামী ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা। এমতাবস্থায় উচ্চতার পার্থক্য সামলে কথা বলতে হলে তাঁদের মাঝে টুল বা চেয়ারের প্রয়োজন হয়।
advertisement
advertisement
advertisement
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন এই জুটি। মিরর রিপোর্ট অনুযায়ী বেথানি কাসাউরাং এবং তার স্বামী ড্যানি একে অপরের থেকে বেশ আলাদা। এই পার্থক্যই তাঁদের জনপ্রিয়তার মূল মন্ত্র। নিজেদের দাম্পত্যজীবনের ছোট ছোট মজার ঘটনা তাঁরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
আরও পড়ুন: কাক মাথা ছুঁঁয়ে গিয়েছে? সাবধান! সামনেই সর্বনাশ, জেনে নিন কাক দেখা কখন শুভ কখন মারাত্মক অশুভ
advertisement
যেমন, ড্যানির জুতো বেথানির পায়ে খানিকটা নৌকার মতো মনে হয়, আবার ড্যানির জিনস বেথানি মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে পারে। ড্যানির উচ্চতার কারণে গাড়ির সিটও তাঁদের ঘন ঘন অ্যাডজাস্ট করতে হয়। এই দম্পতির টিকটকে প্রায় ৯০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে এবং ১০ হাজারেরও বেশি মানুষ তাঁদের কন্টেট ফলো করেন।
advertisement
ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে বেথানি জানিয়েছেন যে, এত পার্থক্য থাকা সত্ত্বেও, তাঁর স্বামীকে তিনি খুব ভালোবাসেন এবং তাঁর স্ত্রী হতে পেরে গর্ব অনুভব করেন। বেথানি মজা করে আরও জানিয়েছেন যে, মাঝে মাঝে তাঁর স্বামীর উচ্চতার কারণে তাঁকে কথা বলার জন্য একটি টুল বা চেয়ার ব্যবহার করতে হয়, যাতে তাঁরা মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে পারে। সোশ্যাল মিডিয়ার অনেক মানুষই তাঁদের ভিডিও এবং তাঁদের জুটিকে খুব পছন্দ করেন। সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর ভালোবাসা পেয়ে নিজেদের ধন্য মনে করেছেন এই জুটি এবং এও জানিয়েছেন এতে তাঁদের ভালোবাসা আগের চাইতে আরও বেড়েছে।
Location :
First Published :
November 07, 2022 5:22 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিদেশের 'অমিতাভ-জয়া'! কাছে চেয়ার না থাকলে নাকি কথাই হয় না, জানুন দম্পতির গল্প