এমন অনেক ফিটনেসের নিদর্শন দেখতে পাওয়া গিয়েছে যেখানে মেয়েরাও পিছিয়ে নেই শরীরচর্চার ক্ষেত্রে তা বারেবারে প্রমাণ করে থাকে ৷ জিমে জয়েন করার পর থেকেই নিরন্তর এক্সাসাইজ করতে হয় ৷ শুধুই শরীরচর্চাই নয় খাওয়া দাওয়ার উপরেও বিশেষ ভাবে নজর রাখতে হয় সবাইকে ৷ বেশি পরিমাণে মিষ্টি, ফ্যাট জাতীয় খাদ্যের থেকে কয়েক মাইল দূরে থাকেন ৷ প্রবল পরিশ্রমের সঙ্গে সঙ্গে দারুণ বড়ি তৈরি করে থাকেন সুপ্রীতি আচার্য (Suprity Acharjee) নামে এক মহিলা দারুণ ফিগার তৈরি করেছেন যা দেখে অন্যদের রীতিমত রাতের ঘুম উড়ে যেতে পারে ৷
তাঁরই ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে ৷ ইনস্টাগ্রামে ভিডিও দুর্বার গতিতে ছড়িয়েছে ৷ সুপ্রীতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শাড়ি পরে একটি ভিডিওতে পোজ দিয়েছেন ৷ শাড়ি পরেও বাইসেফ ও সিক্স প্যাক দেখাচ্ছেন ৷ এই মহিলা এমন ভাবে শারীরিক মোচড় দেখাচ্ছেন যা দেখে রীতিমত উল্টোপথে হাঁটতে হবে ৷ এই ভিডিওটি এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ লাইক করেছেন ৷ শুধুই বডি বিল্ডিং-এই নয় সুপ্রীতির মডেলিং-এও মজেছেন বহু মানুষ ৷