TRENDING:

Viral Video|Girl Body Building Video: চাবুকের মত শরীর মেয়েটির! লাল পাড় শাড়িতে Bicef-Six Pack-এ তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

Girl Body Building|Suprity Acharjee|Beautiful Body |Instagram|Trending|Viral News|Shocking Video|Off Beats: শাড়ি পরে রীতিমত বাইসেফ দেখাচ্ছেন মহিলা সেই ভিডিওই এখন কাঁপাচ্ছেন সোশ্যাল মিডিয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বর্তমানে ফিটনেসের বিষয়ে সবাই কম বেশি সচেতন ৷ বিশেষ করে দেশের যুব সম্প্রদায় ফিটনেসের ব্যাপারে অত্যন্ত সচেতন ৷ নানান ধরনের শারীরিক কসরৎ থেকে শুরু করে যোগসন সমস্ত বিষয়েই অত্যন্ত যত্নবান ৷ জিম থেকে শুরু করে ভার উত্তোলন সমস্ত কিছুতেই সচেনতা আগের থেকে বেশ কয়েকগুণ বেড়েছে ৷ শুধুই পুরুষরাই নন নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন ৷ আরও স্মার্টনেস আরও ফিটনেস কীভাবে বাড়ানো যায় সেই নিয়ে রীতিমত চিন্তিত তাঁরা ৷ বডি বিল্ডিং ছাড়াও ফিটনেসের বিষয়ে বিশেষ ভাবে নজর দেন তাঁরা ৷
 সুপ্রীতি আচার্য
সুপ্রীতি আচার্য
advertisement

এমন অনেক ফিটনেসের নিদর্শন দেখতে পাওয়া গিয়েছে যেখানে মেয়েরাও পিছিয়ে নেই শরীরচর্চার ক্ষেত্রে তা বারেবারে প্রমাণ করে থাকে ৷ জিমে জয়েন করার পর থেকেই নিরন্তর এক্সাসাইজ করতে হয় ৷ শুধুই শরীরচর্চাই নয় খাওয়া দাওয়ার উপরেও বিশেষ ভাবে নজর রাখতে হয় সবাইকে ৷ বেশি পরিমাণে মিষ্টি, ফ্যাট জাতীয় খাদ্যের থেকে কয়েক মাইল দূরে থাকেন ৷ প্রবল পরিশ্রমের সঙ্গে সঙ্গে দারুণ বড়ি তৈরি করে থাকেন সুপ্রীতি আচার্য (Suprity Acharjee) নামে এক মহিলা দারুণ ফিগার তৈরি করেছেন যা দেখে অন্যদের রীতিমত রাতের ঘুম উড়ে যেতে পারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাঁরই ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে ৷ ইনস্টাগ্রামে ভিডিও দুর্বার গতিতে ছড়িয়েছে ৷ সুপ্রীতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শাড়ি পরে একটি ভিডিওতে পোজ দিয়েছেন ৷ শাড়ি পরেও বাইসেফ ও সিক্স প্যাক দেখাচ্ছেন ৷ এই মহিলা এমন ভাবে শারীরিক মোচড় দেখাচ্ছেন যা দেখে রীতিমত উল্টোপথে হাঁটতে হবে ৷ এই ভিডিওটি এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ লাইক করেছেন ৷ শুধুই বডি বিল্ডিং-এই নয় সুপ্রীতির মডেলিং-এও মজেছেন বহু মানুষ ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video|Girl Body Building Video: চাবুকের মত শরীর মেয়েটির! লাল পাড় শাড়িতে Bicef-Six Pack-এ তোলপাড় সোশ্যাল মিডিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল