TRENDING:

Viral Story: অদ্ভুত ঘটনা! মোষের ভয়ে পালল সিংহ! এ কেমন উলটো কথা? পুরোটা জানলে চমকে উঠবেন

Last Updated:

কয়েকজন ব্যক্তি এই মুহূর্তটি ফোনবন্দি করছিল৷ হঠাৎ করে এই ঘটনায় তাঁরা ভয় পেয়ে যায়৷ ভিডিওতে তাঁদের আর্তনাদের আওয়াজ শোনা যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বন্যজীবন এক অদ্ভুত জীবন৷ কত নতুন নতুন অদ্ভুত রোমাঞ্চ ঘটে অরণ্যে৷ এই সভ্য সমাজ তার নাগালও পায় না৷ সিংহ তাড়া করে শিকার করছে৷ এটাই তো স্বাভাবিক নিয়ম৷ কিন্তু ওই যে সেই জীবনে কখন কী যে ঘটে যায়, তার খোঁজ কেই বা রাখে৷
ভিডিওতে দেখা যাচ্ছে, সিংহের বাচ্চা সম্ভবত শিকার খুঁজতে গিয়ে কোনওভাবে মহিষের আস্তানায় চলে গিয়েছে৷
ভিডিওতে দেখা যাচ্ছে, সিংহের বাচ্চা সম্ভবত শিকার খুঁজতে গিয়ে কোনওভাবে মহিষের আস্তানায় চলে গিয়েছে৷
advertisement

এমনই এক উলটপূরাণ দেখা গেল ভাইরাল ভিডিওতে৷ সেখানে মোষের ভয়ে এক সিংহ শাবক একেবারে মগডালে চেপে বসেছে৷

আরও পড়ুন:নার্সারিতে পড়ার খরচ লাখ টাকার উপর, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে, প্রকৃত বিলের পরিমাণ জানলে চক্ষুচড়ক গাছ হবে

ভিডিওতে দেখা যাচ্ছে, সিংহের বাচ্চা সম্ভবত শিকার খুঁজতে গিয়ে কোনওভাবে মহিষের আস্তানায় চলে গিয়েছে৷ তার চারপাশ থেকে হঠাৎ করে অনেক কটা মহিষ সিংহকে ঘিরে ফেলতে শুরু করে৷ আর তাতেই রাজামশাই রীতিমতো ভয় পেতে শুরু করে৷ আর তাতেই সোজা উঠে গেল একেবারে মগডালে৷

advertisement

আরও পড়ুন: ৬৩ বছরের বৃদ্ধাকে বলিউডের কুর্নিশ, শুনে নিন সফলতার এক অসাধারণ গল্প

প্রথমে ছোট রাজামশাই মহিষের ডেরায় গিয়ে রাজার হালে বসে বিশ্রাম নিচ্ছিলেন৷ কিন্তু তারপর মহিষগুলো আস্তে আস্তে সিংহগুলোকে ক্রমশ ঘিরে ধরতে থাকে৷ আর তাতেই রাজামশাইয়ের পিলে চমকে একেবারে অস্থির ব্যাপার৷

সিংহ শাবকটি রীতিমতো ভয় পেয়ে যায়৷ নানাভাবে শাবকটি পালাবার চেষ্টা করে৷ হঠাৎ করে এক মহিষ শাবকটিকে শিং দিয়ে আক্রমণ করার চেষ্টা করতে থাকে৷ আর তাতেই সিংহটি একেবারে ভয় পেয়ে নিকটবর্তী গাছে উপরে উঠে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি৷ গাছের ডাল ভেঙে শাবকটি নীচে পড়ে যায়৷

advertisement

কয়েকজন ব্যক্তি এই মুহূর্তটি ফোনবন্দি করছিল৷ হঠাৎ করে এই ঘটনায় তাঁরা ভয় পেয়ে যায়৷ ভিডিওতে তাঁদের আর্তনাদের আওয়াজ শোনা যায়৷ মানুষগুলো আশঙ্কা ছিল মহিষগুলো সিংহ শাবকটিকে মেরে ফেলবে৷ যাই হোক, শাবকটি পড়ে গিয়ে কোনওরকমে পালিয়ে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Story: অদ্ভুত ঘটনা! মোষের ভয়ে পালল সিংহ! এ কেমন উলটো কথা? পুরোটা জানলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল