Viral Story: নার্সারিতে পড়ার খরচ লাখ টাকার উপর, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে, প্রকৃত বিলের পরিমাণ জানলে চক্ষুচড়ক গাছ হবে

Last Updated:

মেট্রো শহরে এই সমস্যার পরিমাণ আরও বেশি৷ সেখানে প্রাথমিক চাহিদা পূরণের করতেও পকেট থেকে হাজার হাজার টাকা বের করতে হয়৷ অনেক সময় সেইগুলো সাধ্যের বাইরে চলে যেতে থাকে৷

এলকেজির বার্ষিক ফি কিনা ২.৩ লাখ টাকা! (Representative Image)
এলকেজির বার্ষিক ফি কিনা ২.৩ লাখ টাকা! (Representative Image)
হায়দরাবাদ: মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের সংসারে অন্যতম সমস্যার কারণ হয়ে উঠছে৷ প্রতিদিন জিনিসপত্রের দাম বৃদ্ধির ঠেলায় সাধারণ মানুষের জীবনে নাভিঃশ্বাস হয়ে উঠেছে৷
মেট্রো শহরে এই সমস্যার পরিমাণ আরও বেশি৷ সেখানে প্রাথমিক চাহিদা পূরণের করতেও পকেট থেকে হাজার হাজার টাকা বের করতে হয়৷ অনেক সময় সেইগুলো সাধ্যের বাইরে চলে যেতে থাকে৷ কিন্তু তা বলে নার্সারিতে পড়া শিশুর পড়ার খরচ লাখ ছাড়িয়া যাবে৷
advertisement
advertisement
এক ব্যক্তি নার্সারিতে পড়া তাঁর বাচ্চার স্কুলের বিল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে৷ সেই বিলের পরিমাণ জানলে চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার কথা৷ এলকেজির বার্ষিক ফি কিনা ২.৩ লাখ টাকা! না তাও নয় বরং তা ছিল, বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩.৭ লাখ টাকা। বিলটি হায়দরাবাদে একটা স্কুলের৷
advertisement
তিনি পোস্টটি শেয়ার করে বলেছেন, ‘‘আমরা হোমলোনে সুদের হার বৃদ্ধি, বাড়ির দাম বৃদ্ধি এই সব নিয়ে কথা বলি৷ কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে যে পরিমাণে মূদ্রাস্ফীতি হয়েছে, সেই নিয়ে খুব কম কথাবার্তাই হয়৷ গত ৩০ বছর বয়সে বেসরকারি স্কুলের ফি প্রায় নয়গুণ বেড়ে গিয়েছে৷ আর কলেজের ফি প্রায় ২০ গুণ বৃদ্ধি বেড়েছে৷ শিক্ষা ও সাধ্যের মধ্যে এখন আর কোনও সামঞ্জস্য নেই৷’’
advertisement
অনেকেই এই পোস্টে বিলের পরিমাণ দেখে বিস্ময় প্রকাশ করেছে৷ ‘‘একজন লিখেছেন আমরা দেখেছি খাদ্য-বাসস্থান – শিক্ষায় মুদ্রাস্ফিতির পরিমাণ লাগাম ছাড়া৷ তাও আমাদের বলা হয়, ৩ থেকে ৪ শতাংশ হারেই মুদ্রাস্ফীতি ঘটছে৷ আরও একজন লিখেছেন, ‘‘খরচের ঠেলায় এবার হোম-স্কুলিং করতে হবে৷’’
একটা শিক্ষা যখন মৌলিক অধিকার তখন মাত্র এলকেজি তে পড়া শিশুর পড়াশোনার খরচ এত কীভাবে হয়৷ সেই নিয়ে তো প্রশ্ন উঠবেই৷
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Story: নার্সারিতে পড়ার খরচ লাখ টাকার উপর, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে, প্রকৃত বিলের পরিমাণ জানলে চক্ষুচড়ক গাছ হবে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement