TRENDING:

Viral: লেহেঙ্গায় সেজে বসেছিল কনে, আচমকা এল বর... কানে কানে বলল এমন এক সাংঘাতিক কথা, ভেঙে গেল বিয়ে...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জীবনের সবথেকে শুভ মুহূর্ত বোধ হয় বিয়ে। বিয়ের স্বপ্ন সকলেরই থাকে। বিয়ে ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতের জীবনের সব স্বপ্ন একসঙ্গে তৈরি হয়। কিন্তু একবার ভাবুন তো, যদি সেই বিয়ে ভেঙে যায় তাহলে কী হবে?
News18
News18
advertisement

মধ্যপ্রদেশের অনুপপুরের এমনই একটি ঘটনা সামনে এল। উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। কনের পরিবার যেমন যৌতুকের অভিযোগ এনেছেন, তেমনই বরপক্ষ থেকে বলা হয়েছে মেয়েটি কখনই মা হতে পারবে না কারণ তার নাকি মাসিক হয় না। পুরো ঘটনা শুনলে চমকে যাবেন।.

সর্বত্রই তখন আনন্দ-উল্লাস। বিয়ের তখন আর ৮ দিন বাকি। আচমকা হবু শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের কথা বলে। কনের পরিবারের অভিযোগ, যৌতুক হিসেবে নগদ ৭ লক্ষ টাকা, একটি বুলেট এবং ৩ তোলা সোনা দাবি করা হয়েছিল। মেয়ের মা বিধবা। তাঁদের পক্ষে এত যৌতুক দেওয়া সম্ভব নয়।

advertisement

আরও পড়ুনঃ ২৬-এ শেষ সব! রিঙ্কু-পুত্রের ছেলের মৃত‍্যুর কারণ হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস! কী এই অসুখ?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বরের পক্ষ থেকে গুরুতর অভিযোগ করা হয়েছে যে মেয়ের ঋতুস্রাব হয় না। এই কারণে মেয়েটি আর কখনও মা হতে পারবে না। কনে অবশ্য জানিয়েছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। নির্যাতিতার ভাই সাগর প্যাটেল জানিয়েছেন, ‘বিয়ে ঠিক হওয়ার পর থেকেই তাঁরা যৌতুক দাবি করতে শুরু করেন। আমরা যখন অভিযোগ করি, তখন তারাও পাল্টা অভিযোগ আনে। পুরো ঘটনার তদন্ত চলছে।’

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: লেহেঙ্গায় সেজে বসেছিল কনে, আচমকা এল বর... কানে কানে বলল এমন এক সাংঘাতিক কথা, ভেঙে গেল বিয়ে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল