TRENDING:

Viral Video: সন্তানদের টাকা-পয়সা না দিয়ে ফূর্তির কথা সগর্বে ঘোষণা করার পর ফের ভাইরাল সেই হরিয়ানার প্রবীণ! সৌজন্যে তাঁর রাশিয়ান বান্ধবী

Last Updated:

Haryana dharambir after retirement with Russian girlfriend: অবসর গ্রহণের পরে মানুষ নির্ভেজাল শান্তির জীবন কাটাতেই পছন্দ করেন। কিন্তু হরিয়ানার এই প্রবীণ ব্যক্তি বরাবরই ছকভাঙা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে রীতিমতো ঘোষণা করেছিলেন অবসর জীবন ফূর্তিতে কাটানোর কথা। এ-ও জানিয়ে দিয়েছিলেন যে, সন্তানদের একটা পয়সাও দেবেন না। হরিয়ানার সেই প্রবীণ ধরমবীরকে মনে আছে তো। আসলে এই ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি। ফের আরও একটা ভিডিও বানিয়ে নেটমাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছেন ধরমবীর। কীভাবে? এক রাশিয়ান ললনার প্রবেশ ঘটেছে প্রবীণের জীবনে। রীতিমতো ভিডিও পোস্ট করে সেই রাশিয়ান বান্ধবীর সঙ্গে ভক্তদের পরিচয়ও করিয়ে দিয়েছেন তিনি।
সন্তানদের টাকা-পয়সা না দিয়ে ফূর্তির কথা সগর্বে ঘোষণা করার পর ফের ভাইরাল সেই হরিয়ানার প্রবীণ! সৌজন্যে তাঁর রাশিয়ান বান্ধবী (Photo_instagram-dharambirharyana)
সন্তানদের টাকা-পয়সা না দিয়ে ফূর্তির কথা সগর্বে ঘোষণা করার পর ফের ভাইরাল সেই হরিয়ানার প্রবীণ! সৌজন্যে তাঁর রাশিয়ান বান্ধবী (Photo_instagram-dharambirharyana)
advertisement

অবসর গ্রহণের পরে মানুষ নির্ভেজাল শান্তির জীবন কাটাতেই পছন্দ করেন। কিন্তু হরিয়ানার এই প্রবীণ ব্যক্তি বরাবরই ছকভাঙা। অবসর নেওয়ার পরেই ফূর্তির জীবন কাটাতে বেরিয়ে পড়েছেন তিনি। সন্তানদেরও একটা পয়সা দিতে রাজি নন তিনি। ইনস্টাগ্রামের ওই ভিডিও-তে তাঁকে বলতে শোনা গিয়েছিল যে, “অবসরের পরে আমি এমন জীবনের স্বপ্নই তো দেখেছিলাম! তবে আমার সন্তানদের ধারণা ছিল যে, আমি তাদের জন্য টাকা রেখে দেব। কিন্তু আমি তাদের একটাও টাকাকড়ি দেব না। কেন দেব? তারা তো নিজেরাই উপার্জন করতে পারে। আমিই আজীবন তাদের দায়িত্ব বয়ে বেড়াব না কি? তার পরিবর্তে নিজের অর্থের স্বাদ এখন নিজেই উপভোগ করব!”

advertisement

আরও পড়ুন– বিয়ের আসর থেকে অতিথিদের দিকে মিষ্টি আর জল ছুড়ে দিলেন কনে ! হবু বউয়ের আচরণে ক্ষিপ্ত বরও, ভাইরাল হল ভিডিও

কথা মতোই কাজ তাঁর! কখনও জিমে তো কখনও আবার হোটেলে দেখা আনন্দ-ফূর্তি করতে দেখা যায় ওই প্রবীণকে। বিভিন্ন রকম স্টাইলে জীবন উপভোগ করতে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে বোঝাই যায় যে, ভারী আনন্দেই রয়েছেন তিনি। এবার এক মেয়ের বয়সী রাশিয়ান নারীর সঙ্গে ভক্তদের আলাপ করালেন তিনি। একটি ভিডিও-তে দেখা যায়, একটি বাড়িতে রাশিয়ান বান্ধবীর সঙ্গে থাকছেন ধরমবীর। ভিডিওটিতে দেখা যায়, প্রেমিকার শয়নকক্ষে ঢুকছেন বৃদ্ধ। দরজা খুলতেই দেখেন, বান্ধবী যেন কারও সঙ্গে ফোনে কথা বলছেন। বান্ধবীকে সন্দেহ করে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। চেঁচিয়ে প্রশ্নও করেন তিনি। আর অন্য দিকে বান্ধবীকে ফোনটি লুকিয়ে ফেলতে দেখা যায়। আর কাঁদতেও শুরু করেন রাশিয়ান ওই কন্যে।

advertisement

আরও পড়ুন-‘একটা পয়সাও দেব না সন্তানদের; নিজের রোজগারের টাকায় নিজেই ফূর্তি করব!’ ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিও!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর পাশাপাশি ওই বান্ধবীর সঙ্গে আরও নানা ভিডিও পোস্ট করেছেন তিনি। একটা ভিডিওতে আবার ব্রেক-আপের কথাও বলেছেন ধরমবীর। বান্ধবী অন্য কারওর সঙ্গে ফোনে কথা বলছে, এই দাবি করে তাঁকে বাড়ি থেকে বার করে দিয়েছেন তিনি। হ্যাশট্যাগে লিখেছেন ব্রেক আপ। এখানেই শেষ নয়, এর পরেও আর একটি ভিডিওতে ওই প্রবীণকে কাঁদতে দেখা যায়। কাঁদতে কাঁদতে তিনি জানান যে, ওই বান্ধবীকে কতটা মিস করছেন। সব সময় মনে পড়ছে। কিছুতেই ভুলতে পারছেন না। এমনকী বান্ধবীকে ফিরে আসার জন্যও অনুরোধ করেন ওই প্রবীণ।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: সন্তানদের টাকা-পয়সা না দিয়ে ফূর্তির কথা সগর্বে ঘোষণা করার পর ফের ভাইরাল সেই হরিয়ানার প্রবীণ! সৌজন্যে তাঁর রাশিয়ান বান্ধবী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল