প্রায় ৯ মাস পরে মহাকাশ থেকে ঘরে ফিরতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। NASA-SpaceX-এর Crew-10 মিশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)-এ Crew-9-এর জাগয়া নেবে। Falcon 9 রকেটের মাধ্যমে NASA এবং SpaceX-এর উৎক্ষেপিত Crew-10 মিশনে চার নতুন মহাকাশচারী মহাকাশযানে গিয়েছিলেন। এই চার জন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর এবং অন্য দুই মহাকাশচারীর জায়গা নেবেন। তাঁরা হলেন, ১. নাসা কম্যান্ডার অ্যানি ম্যাকক্লেইন ২. পাইলট নিকোল আইরেস ৩. জাপানের স্পেস এজেন্সি JAXA-র মহাকাশচারী তাকুয়া ওনিশি ৪. রাশিয়ার রসকসমসের কসমোনট কিরিল পেসকভ ৷
advertisement
বুধবার ঠিক কোন সময়ে তাঁদের মহাকাশযান পৃথিবীতে অবতরণ করবে, তা এত দিন স্পষ্ট ছিল না। রবিবার রাতে একটি বিবৃতি দিয়ে সময় জানিয়েছে নাসা। এই অবতরণ প্রক্রিয়া নাসা সরাসরি সম্প্রচার করবে। যা শুরু হয়ে যাবে আজ, সোমবার থেকেই।
নাসা জানিয়েছে, সোমবার ভারতীয় সময় সকাল ৮টা ১৫ থেকেই সুনীতাদের অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার শুরু হয়ে যাবে। নাসার ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়ার পেজে তা দেখা যাবে।