আরও পড়ুন- Viral Video: ছাড়ছেনা গাঁজার নেশা, শাস্তি দিতে ছেলের চোখে লঙ্কাগুঁড়ো ঘষে দিলেন মা
চাঁদ
যে মানুষরা ছবিতে প্রথম চাঁদটিকে দেখতে পান, তারা আসলে এগোতে চান না নিজে থেকে। তারা ঘনিষ্ঠতা বা নৈকট্য চান। এবং এও মনে করেন যে এই অভিজ্ঞতা তাঁদের আরও ভালো রাখবে। কিন্তু যেই সময় আসে এই মানুষরা কিছুতেই নিজের আগল খুলে দিতেও চান না।
advertisement
তিমি
যদি এই ছবিটিতে কারও তিমি মাছটিই প্রথম চোখে আসে তাহলে জানবেন এই মানুষরা একা হন কারণ তাঁরা সবসময় সেরাটা খুঁজতে চান। এই মানুষদের মাথায় আগে থেকেই কিছু ধারণা চলতে থাকে। সেখান থেকে বেরনো কষ্টকর হয়ে পড়ে। এর মানে এই নয় যে আপনি স্বার্থপর। এর অর্থ হল, নিজের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রেখেছেন আপনি। এবং আপনি জানেন, ভালবাসলে অন্যের চাহিদাকে মাঝে মাঝে নিজের ইচ্ছার আগে রাখতেই হয়।
আরও পড়ুন- কী মনে হয়, হাতির চারটে পা নাকি পাঁচ? উত্তর জানলে মাথা ঘুরে যেতে পারে আপনার!
সার্ফার
এই ছবিতে যে সার্ফারকে দেখা যাচ্ছে, তা মূলত মুক্ত মনের প্রতীক। যদি কেউ এই ছবিতে প্রথম সেই সার্ফারকেই দেখে থাকেন তাহলে জানবেন তাঁরা একা কারণ তারা বাঁধা পড়তে ভয় পান। সকলের জন্য ভালোবাসা খোলা আকাশের মতো নয়, কারও কারও কাছে ভালোবাসা আবদ্ধ করে রাখা শিকলের মতো।