TRENDING:

Viral: Delivery man on wheelchair: রাজপথে হুইলচেয়ার চালিয়ে পৌঁছে যাচ্ছেন গন্তব্যে, জোম্যাটোর ডেলিভারিম্যানকে কুর্নিশ নেট দুনিয়ায়

Last Updated:

Delivery man on wheel chair: জীবনের প্রতিবন্ধকতাকে উড়িয়ে দিন কাটাচ্ছেন নিজের ছন্দে, শর্তে ও সম্মানে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জীবন যদি তোমার দিকে লেবু ছুড়ে দেয়, তাহলে লেমোনেড বানিয়ে পান করে নাও৷ কথাটা আমরা কমবেশি শুনেছি৷ কিন্তু কাজে লাগাতে বড় একটা দেখা যায় না৷ প্রচলিত ধারা ব্যতিক্রমী একজনই এ বার ভাইরাল সামাজিক মাধ্যমে৷ তিনি জীবনের প্রতিবন্ধকতাকে উড়িয়ে দিন কাটাচ্ছেন নিজের ছন্দে, শর্তে ও সম্মানে ৷
Delivery man on wheelchair
Delivery man on wheelchair
advertisement

তিনি পেশায় একজন জোম্যাটোর ডেলিভারি ম্যান৷ তবে বিশেষ ক্ষমতাসম্পন্ন এই ব্যক্তি ডেলিভারি করেন হুইলচেয়ারে চেপে৷ তাঁর সাহস ও নিষ্ঠাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা ৷  কয়েক সপ্তাহ আগে তাঁর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা মাত্র তা ভাইরাল ৷ ভিডিওতে দেখা যাচ্ছে জোম্যাটোর নির্দিষ্ট উর্দি পরেই তিনি যাচ্ছেন হুইল চেয়ার চালিয়ে৷ ডেলিভারি ব্যাগটা রেখেছেন চেয়ারের পিছনে৷ যিনি শেয়ার করেছেন তিনি লিখেছেন ‘কোনও কিছুই অসম্ভব নয়৷ পৃথিবী নিজেই বলে আমি সম্ভব’৷

advertisement

আরও পড়ুন : নামী কর্পোরেট সংস্থায় কর্মরত ইঞ্জিনিয়ারই সপ্তাহান্তে র‍্যাপিডো চালক!

আরও পড়ুন :  লকডাউনে ঘরে বসে নিজের হাতে তৈরি করা বিমানে সপরিবার ইউরোপ সফর করলেন যুবক

ভিডিওতে লাইক এসেছে লক্ষাধিক৷ মন্তব্য এসেছে অগণিত৷ তাঁকে কর্মী হিসেবে নিয়োগ করার জন্য সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনরা ৷ অনেকেই তাঁকে অনুপ্রেরণা বলে অভিহিত করেছেন৷ বলেছেন, তাঁকে দেখলে নিজের দুর্বলতাকে জয় করে বিজয়ী হওয়ার ইচ্ছে জেগে ওঠে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে হইলচেয়ারে ওই জোম্যাটো কর্মীর নাম মুরুগান৷ ৬ বছর আগে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান৷ পথ দুর্ঘটনা আহত হওয়ার পর তাঁর শরীর অশক্ত হয়ে পড়েছিল ৷ তবে তিনি জীবনে ঘুরে দাঁড়ানোর আশা ছাড়েননি ৷ তাঁর জন্য বিশেষ নক্সার হুইলচেয়ার তৈরি করে দিয়েছে একটি স্টার্ট আপ সংস্থা৷ ব্যাটারিচালিত এই হুইলচেয়ার একবার পূর্ণ চার্জে যেতে পারে ২৫ কিমি পথ৷ ব্যাটারি চার্জ দিতে সময় লাগে ৪ ঘণ্টা ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: Delivery man on wheelchair: রাজপথে হুইলচেয়ার চালিয়ে পৌঁছে যাচ্ছেন গন্তব্যে, জোম্যাটোর ডেলিভারিম্যানকে কুর্নিশ নেট দুনিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল