পানিপথের ইনসার বাজারে মহিলাদের পোশাক পরে অশ্লীলভাবে নাচছিল এক যুবক। স্থানীয় কয়েকজন দোকানদার মিলে তাকে ধরে ফেলে এবং প্রচণ্ড মারধর করে। অভিযোগ, ভরা বাজারের মধ্যে মেয়েদের পোশাক পরে বাজারে রিল বানাচ্ছিলেন ওই যুবক। ভিডিওটি শ্যুট করছিলেন তাঁর সঙ্গী। ফলে ওই যুবককে দেখে বাজারে আসা মহিলারা অস্বস্তি বোধ করছিলেন। এরপরই স্থানীয় দোকানদাররা ওই যুবককে ধরে বেধড়ক চড়-থাপ্পড় মারেন। পথচারীরা ওই যুবককে মারধরের একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন।
advertisement
হরিয়ানার পানিপথের বিচ মার্কেটে মহিলাদের পোশাকে নাচতে থাকা এক যুবককে বেধড়ক মারধর করল কয়েকজন দোকানদার। যুবকের কারণে অস্বস্তিতে পড়েন আশপাশের মহিলারা। লোকজন ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে। সূত্রের খবর, দোকানদাররা ওই যুবকের কাছে জানতে চান, কেন তিনি এমন করছেন। যুবক জানায় সে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয়। সেই জন্য ভিডিও শ্যুট করে এবং ব্লগ তৈরি করে আয় করে। তাঁর ফলোয়াররা এই ধরনের ভিডিও পছন্দ করেন। সেই কারণেই এমন ভিডিও বানাচ্ছে।
তবে এটাই প্রথমবার নয়, এর আগেও নাকি এমন এমন ভিডিও বানিয়েছে সে। তার এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তাই সে এই ধরনের ভিডিও শ্যুট করে বলে মারের মুখে স্বীকার করে। পরে অবশ্য এই কাজের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। হাতজোড় করে দোকানদারদের কাছে ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে আর এমন কাজ না করার আশ্বাসও দেয়। এরপরই দোকানদাররাও ওই যুবককে বসিয়ে বুঝিয়ে বলেন, এই ধরনের ভিডিও সমাজে ভুল বার্তা দিচ্ছে। আমাদের সংস্কৃতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মহিলারা এই ধরনের ভিডিও দেখে অস্বস্তি বোধ করেন। সমাজকে ভাল বার্তা দেওয়া উচিত সকলের।