TRENDING:

চেয়ার বসে কাজ করছেন ব্যক্তি, পিছন থেকে এগিয়ে আসছে বিষাক্ত সাপ! দেখুন হাড়হিম করা ভিডিও

Last Updated:

Viral Video : এবিসি নিউজ চ্যানেল সম্প্রতি এমনই একটি ভিডিও তাদের ইনস্টাগ্রামে (Australia snake crawls near man viral video) পোস্ট করেছে যা দেখে রীতিমত ভয়ে আতঙ্কে উঠছে নেটিজেনরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি: চিড়িয়াখানায় হোক বা টিভিতে সাপ দেখলে বেশির ভাগ মানুষেরই হৃদস্পন্দন বেড়ে যায় ৷ আজকের সোশ্যাল মিডিয়ার যুগে মাঝে মধ্যেই একাধিক ভিডিও ভাইরাল হয়ে থাকে যা দেখেই গা শিউরে উঠে ৷ সম্প্রতি এমনই একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে ৷ সিসিটি ফুটেজটি অস্ট্রেলিয়ার বলে জানা গিয়েছে ৷ ফুটেজে দেখা যাচ্ছে চেয়ারে বসে এক মাঝ বয়সী ব্যক্তি মন দিয়ে কাজ করছেন ৷ তার অজান্তেই পিছন থেকে এগিয়ে আসছে সাপ ৷
advertisement

আরও পড়ুন: জারি নয়া রেট, দেখে নিন আজ কত টাকা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

আমাদের জীবনে এরকম একাধিক ঘটনা ঘটে থাকে যা হয়তো ক্যামেরায় বা ছবিতে ধরা না পড়লে আমার তার উপর কখনই বিশ্বাস করতাম না ৷ এবিসি নিউজ চ্যানেল সম্প্রতি এমনই একটি ভিডিও তাদের ইনস্টাগ্রামে (Australia snake crawls near man viral video) পোস্ট করেছে যা দেখে রীতিমত ভয়ে আতঙ্কে উঠছেন নেটিজেনরা ৷ পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিওটি জিপ্সল্যান্ড, অস্ট্রেলিয়ার (Gippsland, Australia) ৷ ভিডিও-তে ম্যালকম নামে এক ব্যক্তি টেবিল চেয়ারে আরামে বসে নিজের কাজ করছিলেন ৷

advertisement

আরও পড়ুন: IRCTC ছাড়া ১০০-র বেশি ফুড প্লাজা খুলতে চলেছে ভারতীয় রেল

ভিডিতে দেখা যায় ম্যালকমের পিছন থেকে একটি ভয়ঙ্কর সাপ তার দিকে এগিয়ে আসছে ৷ সাপটি বেশ অনেকটাইন লম্বা ৷ কাজে এতটাই ব্যস্ত ছিলেন ম্যালকম যে তার দিকে এগিয়ে আসা বিপদের বিষয়ে কিছুই বুঝতে পারেননি ৷ সাপটি চেয়ারে কাছে এসে ম্যালকমের পা বেয়ে ওঠতে শুরু করেতেই হুঁশ ফেরে তাঁর ৷ ম্যালকম বুঝতে পেরে চেয়ার থেকে লাফিয়ে উঠতেই সাপটি সেখান থেকে পালিয়ে যায় ৷

advertisement

আরও পড়ুন: Honda City, Amaze-সহ একাধিক গাড়িতে মিলছে বাম্পার ছাড়, জেনে নিন পুরো অফার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ম্যালকম পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন এবং জানিয়েছেন ঘটনাটি প্রায় দু’সপ্তাহের আগে ৷ ভিডিও টি আপলোড হতেই দ্রুত গতিতে সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে ৷  তিনি জানিয়েছেন ওটা একটি টাইগার স্নেক ছিল যা অত্যন্ত বিষাক্ত হয় এবং কাটলে সঙ্গে সঙ্গে প্রাণ হারাতে পারে মানুষ ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
চেয়ার বসে কাজ করছেন ব্যক্তি, পিছন থেকে এগিয়ে আসছে বিষাক্ত সাপ! দেখুন হাড়হিম করা ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল