TRENDING:

চেয়ার বসে কাজ করছেন ব্যক্তি, পিছন থেকে এগিয়ে আসছে বিষাক্ত সাপ! দেখুন হাড়হিম করা ভিডিও

Last Updated:

Viral Video : এবিসি নিউজ চ্যানেল সম্প্রতি এমনই একটি ভিডিও তাদের ইনস্টাগ্রামে (Australia snake crawls near man viral video) পোস্ট করেছে যা দেখে রীতিমত ভয়ে আতঙ্কে উঠছে নেটিজেনরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি: চিড়িয়াখানায় হোক বা টিভিতে সাপ দেখলে বেশির ভাগ মানুষেরই হৃদস্পন্দন বেড়ে যায় ৷ আজকের সোশ্যাল মিডিয়ার যুগে মাঝে মধ্যেই একাধিক ভিডিও ভাইরাল হয়ে থাকে যা দেখেই গা শিউরে উঠে ৷ সম্প্রতি এমনই একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে ৷ সিসিটি ফুটেজটি অস্ট্রেলিয়ার বলে জানা গিয়েছে ৷ ফুটেজে দেখা যাচ্ছে চেয়ারে বসে এক মাঝ বয়সী ব্যক্তি মন দিয়ে কাজ করছেন ৷ তার অজান্তেই পিছন থেকে এগিয়ে আসছে সাপ ৷
advertisement

আরও পড়ুন: জারি নয়া রেট, দেখে নিন আজ কত টাকা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

আমাদের জীবনে এরকম একাধিক ঘটনা ঘটে থাকে যা হয়তো ক্যামেরায় বা ছবিতে ধরা না পড়লে আমার তার উপর কখনই বিশ্বাস করতাম না ৷ এবিসি নিউজ চ্যানেল সম্প্রতি এমনই একটি ভিডিও তাদের ইনস্টাগ্রামে (Australia snake crawls near man viral video) পোস্ট করেছে যা দেখে রীতিমত ভয়ে আতঙ্কে উঠছেন নেটিজেনরা ৷ পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিওটি জিপ্সল্যান্ড, অস্ট্রেলিয়ার (Gippsland, Australia) ৷ ভিডিও-তে ম্যালকম নামে এক ব্যক্তি টেবিল চেয়ারে আরামে বসে নিজের কাজ করছিলেন ৷

advertisement

আরও পড়ুন: IRCTC ছাড়া ১০০-র বেশি ফুড প্লাজা খুলতে চলেছে ভারতীয় রেল

ভিডিতে দেখা যায় ম্যালকমের পিছন থেকে একটি ভয়ঙ্কর সাপ তার দিকে এগিয়ে আসছে ৷ সাপটি বেশ অনেকটাইন লম্বা ৷ কাজে এতটাই ব্যস্ত ছিলেন ম্যালকম যে তার দিকে এগিয়ে আসা বিপদের বিষয়ে কিছুই বুঝতে পারেননি ৷ সাপটি চেয়ারে কাছে এসে ম্যালকমের পা বেয়ে ওঠতে শুরু করেতেই হুঁশ ফেরে তাঁর ৷ ম্যালকম বুঝতে পেরে চেয়ার থেকে লাফিয়ে উঠতেই সাপটি সেখান থেকে পালিয়ে যায় ৷

advertisement

আরও পড়ুন: Honda City, Amaze-সহ একাধিক গাড়িতে মিলছে বাম্পার ছাড়, জেনে নিন পুরো অফার

ম্যালকম পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন এবং জানিয়েছেন ঘটনাটি প্রায় দু’সপ্তাহের আগে ৷ ভিডিও টি আপলোড হতেই দ্রুত গতিতে সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে ৷  তিনি জানিয়েছেন ওটা একটি টাইগার স্নেক ছিল যা অত্যন্ত বিষাক্ত হয় এবং কাটলে সঙ্গে সঙ্গে প্রাণ হারাতে পারে মানুষ ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
চেয়ার বসে কাজ করছেন ব্যক্তি, পিছন থেকে এগিয়ে আসছে বিষাক্ত সাপ! দেখুন হাড়হিম করা ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল