আমাদের দেশের বিভিন্ন জায়গায় এমন অনেক শিবমন্দির রয়েছে, যুগ যুগ যা অনেক গভীর রহস্য বহন করে চলে! তেমনই একটি হল রাজস্থানের ঢোলপুর জেলা ও মধ্যপ্রদেশের সীমান্তে অবস্থিত একটি শিব মন্দির।
advertisement
শোনা যায়, দিনে তিনবার এই মন্দিরের শিবলিঙ্গ রং পরিবর্তন করে।
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন স্থানীয় সূত্রে জানা যায় এই শিবলিঙ্গটি নাকি মাটির কত গভীর পর্যন্ত বিস্তৃত তা কেউ বলতে পারে না। শিবলিঙ্গের উত্স জানার কৌতূহলে অনেকেই খনন কার্য শুরু করেন, শেষপর্যন্ত ব্যর্থ হ