TRENDING:

ভয়ঙ্কর! বাইক নিয়ে বেরোতে গিয়ে ভূগর্ভে ঢুকে গেলেন চালক! গায়ে কাঁটা দেবে এই ভিডিও

Last Updated:

Viral Video: ইন্টারনেট হল এমন বিষয়বস্তুর আশ্রয়স্থল যা দুঃসাহসী ব্যক্তিদেরও ভয় দেখায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: যুগ হল ভাইরাল ভিডিওর যুগ। যে কোনও বিষয়ের ভিডিও করে ফেলা তরুণ প্রজন্মের নেশা। আর একবার তা ইন্টারনেটে ছড়িয়ে পড়লে মানুষের উৎসাহের অন্ত থাকে না।
কী ভয়ঙ্কর!
কী ভয়ঙ্কর!
advertisement

ইন্টারনেট হল এমন বিষয়বস্তুর আশ্রয়স্থল যা দুঃসাহসী ব্যক্তিদেরও ভয় দেখায়। যদিও কিছু ভিডিও সত্যিই ভয়ঙ্কর। এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক যুবক তাঁর মোটরবাইক নিয়ে একটি বড় গর্তে পড়ে যাচ্ছে। পাশে রয়েছে বেশ কয়েকটি দোকান। সম্ভবত সে সব দোকানের সিসিটিভি ফুটেজেই ধরা পড়া ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে। তবে অন্য ভাইরাল ভিডিও-র মতো এটি মোটেও মজার ভিডিও নয়।

advertisement

আরও পড়ুন: অনুব্রত মণ্ডল কি এবার চেন্নাইয়ের পথে? বাড়িতে বেসরকারি হাসপাতালের কর্ণধার, গুঞ্জন চরমে

ট্যুইটারে (Twitter) Men live less নামে একটি পেজ থেকে এই ভিডিও-টি শেয়ার করা হয়েছে। ছোট্ট কয়েক সেকেন্ডের ক্লিপে দেখা যায়, এক যুবক কোনও দোকান থেকে বেরিয়ে তাঁর মোটর বাইকটি নিয়ে রাস্তায় নামার চেষ্টা করছেন। এ জন্য তিনি মোটর বাইকটি খানিকটা পিছিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পিছনে ছিল একটি বড় চৌকো গর্ত। যুবক তা খেয়াল না করায় একেবার সেই গর্তের ভিতর গিয়ে পড়েন মোটর বাইক-সহ।

advertisement

https://twitter.com/Menliveless/status/1556342724621893632?s=20&t=4t9t0UQAabYKkQ1usyCbHg

এমন একটা পরিণতির জন্য বোধহয় প্রস্তুত ছিলেন না নেটিজেনরাও। ফলে এক মুহূর্তে যেন শ্বাস রুদ্ধ হয়ে যায়।

শেয়ার হওয়া ভিডিও-টির ক্যাপশনে ওই পেজ থেকে লেখা হয়েছে ‘পৃথিবীর কেন্দ্রে যাত্রা’ (Journey to the Center of the Earth) ।

আরও পড়ুন: আলিপুর জেলে মন্ত্রিসভার বৈঠক হবে! সুকান্ত মজুমদারের মন্তব্যে তীব্র শোরগোল

advertisement

ভিডিওটি অনলাইনে শেয়ার হওয়ার পর এক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। অদ্ভুত বিষয় হল, এমন একটি ভিডিও দেখেও কিছু মানুষ মজা করেছেন। তবে সকলে নয়। অনেকেই ওই যুবকের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ ভয়ও পেয়েছেন, এমন হতে পারে যে কোনও মানুষের সঙ্গে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘একদম মজার বিষয় নয়, আমি নিশ্চিত ছেলেটি আঘাত পেয়েছে। ভারী মোটরবাইক নিয়ে কী ভাবে বেরোবে তাই ভাবছি।’ ওই যুবকের শেষ পর্যন্ত কী হয়েছে তা অবশ্য জানা যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভয়ঙ্কর! বাইক নিয়ে বেরোতে গিয়ে ভূগর্ভে ঢুকে গেলেন চালক! গায়ে কাঁটা দেবে এই ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল