অনুব্রত মণ্ডল কি এবার চেন্নাইয়ের পথে? বাড়িতে বেসরকারি হাসপাতালের কর্ণধার, গুঞ্জন চরমে

Last Updated:

Anubrata Mondal: বুধবার ফের অনুব্রতকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু সেই ডাকে সাড়া দেননি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

এবার কি ভিনরাজ্যে যাবেন অনুব্রত মণ্ডল?
এবার কি ভিনরাজ্যে যাবেন অনুব্রত মণ্ডল?
#কলকাতা: অনুব্রত মণ্ডল কি এবার চেন্নাইয়ের পথে? বোলপুর শান্তিনিকেতনে হওয়া বেসরকারি মেডিক্যাল কলেজের কর্ণধারকে অনুব্রত তাঁর বাড়িতে ডেকে তার শারীরিক অসুস্থতার কথা জানান এবং তাঁর অপারেশন করতে হবে, এটাও জানেন। এই অপারেশন তাঁর মেডিক্যাল কলেজে হবে কিনা সেই বিষয়ে জানতে চান। কিন্তু ওই হাসপাতালের কর্ণধার মলয় পিঠ অনুব্রতকে চেন্নাই যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে খবর। এসএসকেএম ছেড়ে অনুব্রত হঠাৎ এবার বেসরকারি মেডিকেল কলেজের দ্বারস্থ হলেন। ফলে জল্পনা ছড়িয়েছে সর্বত্র।
বুধবার ফের অনুব্রতকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু সেই ডাকে সাড়া দেননি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বুধবার সকাল থেকেই জল্পনা ছিল, ১০ বার তলব করার পর বুধবার কি তিনি হাজিরা দেবেন তিনি? কথা ছিল এ দিন সকাল ১১টা নাগাদ হাজির হবেন অনুব্রত। সূত্র মারফত সকালেই খবর পাওয়া যায়, তিনি সিবিআইয়ের হাজিরা এড়াতে পারেন। সেই পরিস্থিতিতেই বেলা ১১টা নাগাদ খবর আসে, অনুব্রতর আইনজীবীরা নতুন করে সিবিআই-এর কাছে একটি আবেদনপত্র জমা দেন। সেখানে বলা হয়, ১৪ দিন সময় চাইছেন অনুব্রত।
advertisement
advertisement
সুস্থ হয়ে তিনি ফের সিবিআই-এর সামনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হবেন। আগেও তিনি তদন্তে সহযোগিতা করেছেন, এর পরেও করবেন। বুধবার সকালে এই চিঠি নিয়ে নিজাম প্যালেসে হাজির হন অনুব্রতর আইনজীবীরা। এর আগে সব মিলিয়ে ১০ বার অনুব্রত মন্ডলকে ডেকে পাঠিয়েছে সিবিআই। এত বার ডাকার পরে মাত্র একবার তিনি সিবিআই-এর সামনে হাজিরা দিয়েছেন। সেই কারণেই, মঙ্গলবার থেকে খবর পাওয়া যায়, এ বার যদি হাজিরা এড়ান অনুব্রত, তা হলে কড়া ব্যবস্থা নিতে পারে সিবিআই।
advertisement
যদিও সূত্র মারফত বুধবার সকালে খবর পাওয়া যায়, তিনি জিজ্ঞাসাবদের সময় পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন। আগামী ১৪ দিন পর শারীরিক ও মানসিক ভাবে সুস্থ হয়ে তবেই জিজ্ঞাসাবাদের সামনে হাজির হবেন। সব মিলিয়ে সারাদিনে কুড়িটির বেশি ওষুধ খেতে হয় অনুব্রতকে। পাশাপাশি কয়েকদিন আগেই তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে। সেই পরিস্থিতিতে হাজিরা দেওয়ার জন্য সময় দরকার, তেমনটাই জানানো হয়েছে অনুব্রতর তরফে। এবার অনুব্রতর ভিন রাজ্যে চিকিৎসা করাতে যাওয়ার গুঞ্জন ছড়ানোয় জল্পনা আরও বাড়ল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
অনুব্রত মণ্ডল কি এবার চেন্নাইয়ের পথে? বাড়িতে বেসরকারি হাসপাতালের কর্ণধার, গুঞ্জন চরমে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement