ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা কনের সাজ সেজেছেন। তার পাশে দাঁড়িয়ে রয়েছেন কালো টি শার্ট পড়া এক ব্যক্তি। জানা যায়, তারা বিয়ে করেছেন একটি মন্দিরে। ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ে সেরে তারা বেরিয়ে আসছেন মন্দির থেকে। সেই সময় মহিলাকে জিজ্ঞাসা করা হয়, “নিজের ইচ্ছায় কি আপনি বিয়ে করলেন?” এই প্রশ্নের জবাবে মহিলা উত্তর দেন,”হ্যাঁ,নিজের ইচ্ছাতেই বিয়ে করেছি।”
advertisement
এরপর শ্বশুরকে প্রশ্ন করা হয়, “আপনার বিবাহিত স্ত্রীর বয়স তো আপনার থেকে অনেক কম?” এর উত্তরে শ্বশুর জানিয়েছেন, সম্প্রতি পুত্র বিয়োগ হয়েছে তার। এতদিন পুত্রই তাঁকে দেখাশোনা করত। পুত্রবধূরও খেয়াল রাখত তার পুত্র। তাই তিনি ভেবেছেন যে ঘরের লোক ঘরেই থাক। সেই ভাবনা থেকেই পুত্রবধূকে বিয়ে করার সিদ্ধান্ত।
তবে সোশ্যাল মিডিয়ায় এরপর ছড়িয়ে পড়তে থাকে অন্য একটি খবর। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় এই ঘটনাটি সম্পূর্ণ সাজানো। এক ইউটিউবার সবকিছু পরিকল্পনা করে এই ধরনের ভিডিও তৈরি করেছেন। পরিকল্পনামাফিক ওই ইউটিউবার ভিডিওটি শুট করেন। এরপর সেটি আপলোড করে দেন ইউটিউবে। সেখান থেকে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।