তাঁকে ঘিরে ইউটিউবারদের মাতামাতি থাকে সব সময়। তিনি কখনও রেগে যান, কখনও সবটাই সামলান হাসিমুখে। নন্দিনীদিকে চেনেন না, এমন মানুষ এখন এই বঙ্গে কমই! সেই দোকানই ফের সোশ্যাল মি়ডিয়ায় ভাইরাল। তবে এবার আর নন্দিনীর জন্য় না। তাঁর দোকান ভাইরাল হয়েছে স্যান্ডি সাহার দৌলতে।
স্যান্ডি বুক ঢেকেছেন মদের বোতল দিয়ে। নীচে পরেছেন হট প্যান্ট। নন্দিনীকে মদের বোতল দেখিয়ে প্রশ্ন করেন ‘কোনটা খাবে?’ জানতে চান এই যে নন্দিনীর হাত কেটে যায় এগুলো কি সব সত্যি? বেশ মজার ছলেই চলে হাসি আড্ডা।
advertisement
ডালাহৌসিতে দোকান নন্দিনীর। হাড়ভাঙা পরিশ্রম করেন তিনি। সঙ্গে তাঁৎ বৃদ্ধ বাবা ও মা থাকেন। সারাদিন দোকানের কাজ। তার মাঝেই ইউটিউবারদের সময় দেন নন্দিনী। অনেকে আবার তাঁকে স্মার্ট নন্দিনীদি বলেও ডাকেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 1:31 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Nandini Di Hotel: সোশ্যাল মিডিয়ায় ঝড়! নন্দিনীর হোটেলে মদের বোতল নিয়ে হাজির স্যান্ডি সাহা, এরপরেই তুলকালাম