TRENDING:

Nandini Di Hotel: সোশ্যাল মিডিয়ায় ঝড়! নন্দিনীর হোটেলে মদের বোতল নিয়ে হাজির স্যান্ডি সাহা, এরপরেই তুলকালাম

Last Updated:

নন্দিনীদিকে চেনেন না, এমন মানুষ এখন এই বঙ্গে কমই! সেই দোকানই ফের সোশ্যাল মি়ডিয়ায় ভাইরাল। তবে এবার আর নন্দিনীর জন্য় না। তাঁর দোকান ভাইরাল হয়েছে স্যান্ডি সাহার দৌলতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে। ডালহৌসির অফিস পাড়ার ফুটপাথে তাঁর দোকান। বাবা, মা ও তিনি নিজে সেই দোকানে থাকেন সারাদিন। রোদ, ঝড়, জল উপেক্ষা করে পরিশ্রম করেন মমতা গঙ্গোপাধ্যায় বা সবার চেনা নন্দিনীদি।
advertisement

তাঁকে ঘিরে ইউটিউবারদের মাতামাতি থাকে সব সময়। তিনি কখনও রেগে যান, কখনও সবটাই সামলান হাসিমুখে। নন্দিনীদিকে চেনেন না, এমন মানুষ এখন এই বঙ্গে কমই! সেই দোকানই ফের সোশ্যাল মি়ডিয়ায় ভাইরাল। তবে এবার আর নন্দিনীর জন্য় না। তাঁর দোকান ভাইরাল হয়েছে স্যান্ডি সাহার দৌলতে।

স্যান্ডি বুক ঢেকেছেন মদের বোতল দিয়ে। নীচে পরেছেন হট প্যান্ট। নন্দিনীকে মদের বোতল দেখিয়ে প্রশ্ন করেন ‘কোনটা খাবে?’ জানতে চান এই যে নন্দিনীর হাত কেটে যায় এগুলো কি সব সত্যি? বেশ মজার ছলেই চলে হাসি আড্ডা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ডালাহৌসিতে  দোকান নন্দিনীর। হাড়ভাঙা পরিশ্রম করেন তিনি। সঙ্গে তাঁৎ বৃদ্ধ বাবা ও মা থাকেন। সারাদিন দোকানের কাজ। তার মাঝেই ইউটিউবারদের সময় দেন নন্দিনী। অনেকে আবার তাঁকে স্মার্ট নন্দিনীদি বলেও ডাকেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Nandini Di Hotel: সোশ্যাল মিডিয়ায় ঝড়! নন্দিনীর হোটেলে মদের বোতল নিয়ে হাজির স্যান্ডি সাহা, এরপরেই তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল