TRENDING:

Viral Video: ট্র্যাক্টর নেই তো কী! সাইকেল তো আছে! দু’চাকার যানের মাধ্যমেই জমি চাষ করে পথ দেখাচ্ছেন বিহারের কৃষক!

Last Updated:

নজির গড়লেন বিহারের সহরসা জেলার কৃষক দীনেশ কুমার যাদব। এমনকী তাঁকে দেখে শিখছেন আশপাশের জমির কৃষকরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা: কাজ করতে গেলে নানা সমস্যা এসেই থাকে। আর সেই সমস্যাগুলি পিছনে ফেলে এগিয়ে গিয়ে কাজ সম্পূর্ণ করাটাই আসল সাফল্য। প্রয়োজন হলে এর জন্য নতুন নতুন পন্থারও উদ্ভাবন করে থাকে বহু মানুষ। তেমনই এক কাজ করে রীতিমতো নজির গড়লেন বিহারের সহরসা জেলার কৃষক দীনেশ কুমার যাদব। এমনকী, তাঁকে দেখে শিখছেন আশপাশের জমির কৃষকরাও।
advertisement

কিন্তু কী এমন করেছেন দীনেশ? আসলে ওই জেলার সৌরবাজার ব্লক এলাকার বৈজনাথপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীনেশের নিজের জমি চাষ করার জন্য প্রয়োজন হয় ট্র্যাক্টরের। এর জন্য ঘুরতে হয় ট্র্যাক্টর মালিকদের দোরগোড়ায়। তাই এই সমস্যা দূর করার জন্য মাত্র ৩০০০ টাকা খরচ করে এক দুর্দান্ত উপায় বার করেন দীনেশ। সাইকেলের মাধ্যমেই ট্র্যাক্টর সমস্যার সমাধান করেন তিনি। অর্থাৎ একটি সাইকেলকে কাজে লাগিয়েই জমি চাষ করে দৃষ্টান্ত গড়ছেন ওই কৃষক।

advertisement

আরও পড়ুন– জানেন কি অবিকল একই দেখতে তিন জন অভিনেত্রী রয়েছেন বি-টাউনে? প্রেম জীবনেও রয়েছে তাঁদের আশ্চর্য মিল!

দীনেশের ২-৩টি ছোট জমি আছে। যার মাপ ২ থেকে ৭ কাঠা। এই জমি কর্ষণ করানোর জন্য বারবার ট্র্যাক্টর মালিকদের দ্বারস্থ হচ্ছিলেন তিনি। কিন্তু জমি দূরে হওয়ায় কোনও ট্র্যাক্টর মালিকই জমি চাষ করতে রাজি হননি। বহু অনুরোধেও কাজ হয়নি। অবশেষে উপায়ান্তর না দেখে নিজেই বুদ্ধি বার করেন দীনেশ। বাড়িতে এক দিন বাবার কিনে রাখা ভাঙা লাঙলের উপর নজর পড়ে তাঁর। এটা দেখেই মাথায় বুদ্ধি খেলে যায়। সাইকেলের সঙ্গে লাঙল জুড়েই সমস্যার সমাধান করার চেষ্টা করেন। এর জন্য বাজার থেকে সাইকেলের সামনের চাকা-সহ সামনের দিকের অংশ, প্যাডেল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনেন ১৫০০ টাকায়। এর পর মেক্যানিকের সাহায্যে তৈরি করে ফেলেন সাইকেল লাঙল।

advertisement

আরও পড়ুন- অল-হোয়াইট লুকের জাদুতে ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছিলেন, কেন সবসময়ে সাদা পরতেন জিতেন্দ্র?

এই প্রসঙ্গে দীনেশের বক্তব্য, “এর মাধ্যমে এক জন সকালে দুই ঘণ্টায় ৪-৫ কাঠা জমি চষে ফেলতে পারে। তবে এটা টানতে একটু বেশিই জোর দিতে হয়। ফলে এর মাধ্যমে সকালের ব্যায়ামটাও হয়ে যায়।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আশপাশের জমির কৃষকরাও দীনেশের এই অভিনব লাঙল দিয়ে জমি চাষ করা দেখেছেন। এখন তাঁরাও এই ধরনের লাঙল তৈরি করতে চাইছেন। এঁদের মধ্যে রয়েছেন কৃষক অজয় যাদব। তিনি বলেন যে, তাঁর একটি ছোট্ট জমি আছে। যেটা চাষ করার জন্য ট্র্যাক্টর পাওয়া যাচ্ছে না। এই কারণে তিনি বেশ বিরক্তই হয়েছিলেন। এর পর তিনিও দীনেশের পথে হেঁটেই সাইকেলের মাধ্যমেই জমিতে হাল টানছেন। এতে শুধু যে টাকা সাশ্রয় হচ্ছে, তা নয়। সেই সঙ্গে ট্র্যাক্টরের তুলনায় আরও ভাল ভাবে জমি চাষ করা যাচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ট্র্যাক্টর নেই তো কী! সাইকেল তো আছে! দু’চাকার যানের মাধ্যমেই জমি চাষ করে পথ দেখাচ্ছেন বিহারের কৃষক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল