বিয়ের দিন একটি অদ্ভুত চুক্তিতে স্বাক্ষর করেন বর-কনে। ২১জুন গাঁটছড়া বাঁধেন ওই দম্পতি। গুয়াহাটির পল্টন বাজারের বছর চব্বিশের কনে শান্তি প্রসাদ তাঁর জীবনের প্রেমিক মিন্টু রাইয়ের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি বিনিময় করেন এবং এর পরেই পাত্রকে চুক্তিপত্রে সই করতে বলেন। সেই চুক্তিপত্রে ছিল নানান দাবি। তাতেই লেখা ছিল মাসে একটা পিৎজার কথা।
advertisement
বাস্তবে তা সত্য়ি হয়েছে। তাঁদের স্বপ্নপূরণ হয়েছে এই করওয়া চৌতেই। মাল্টি-ন্যাশনাল রেস্তোরাঁ চেইন পিৎজা হাট ইন্ডিয়া ইনস্টাগ্রামে ঘোষণা করেছে যে তারা পুরো বছরের জন্য মাসে একবার বিনামূল্যে পিজ্জা সরবরাহ করবে ওই দম্পতির জন্য়। তাঁরা তাঁদের চুক্তি থেকে অন্যান্য শর্তাবলী পালন করছে কিনা তা অজানা, তবে পিৎজার বিষয়টা নিশ্চিত করতে চায় পিৎজা কোম্পানি।
ফুড চেইন কোম্পানি দম্পতিদের তালিকায় এই ইচ্ছা পূরণ করার জন্য প্রতি মাসে একটি পিৎজার ব্য়বস্থা করতে চায়। দম্পতি ভিডিওর সঙ্গে লেখেন, "আপনার স্বামীর সঙ্গে একটি দীর্ঘ এবং সুখী জীবনের জন্য প্রতি মাসে একটি পিৎজা! আমরা এই চুক্তির জন্য বেঁচে আছি। #শুভকরওয়া চৌথ সমস্ত পিজা-প্রেমী সুখী দম্পতিদের জন্য"।
আরও পড়ুন: অনলাইন ডেটিং প্রস্তাবে পা, ইঞ্জিনিয়ারের যা হল, জানলে চমকে যাবেন!
প্রসঙ্গত, এই দম্পতি রেস্তোরাঁয় পিৎজা এবং তাঁদের সময় উপভোগ করেছেন। কর্মীদের সঙ্গে কিছু সেলফিও তুলেছেন। ফটোগুলি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "#পিজালোভারস #কপলগোলস"।