TRENDING:

Latest Bangla News: খুব দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে পৃথিবীর অন্দরের অংশ, আতঙ্কে গবেষকরা!

Last Updated:

পৃথিবীর (Earth) অন্দরের ব্যাপারে সবিস্তারে জানার জন্য এখনও অনেক গবেষণার দরকার (Latest Bangla News)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এটি খুবই আশ্চর্যজনক ব্যাপার যে, প্রায় ৪.৫ কোটি বছরেরও আগে তৈরি হওয়া পৃথিবীর (Earth) অন্দরের অংশ এখনও পুরোপুরি ভাবে ঠান্ডা হয়নি। কিন্তু এই বিষয়ে গবেষণায় জানা গিয়েছে যে খুব দ্রুত ঠান্ডা হচ্ছে পৃথিবীর অন্দরের অংশ। পৃথিবীর অন্দরের ব্যাপারে সবিস্তারে জানার জন্য এখনও অনেক গবেষণার প্রয়োজন। পৃথিবীর অন্দরের বিভিন্ন বিষয়ে এখনও অনেক কিছু অজানা রয়েছে। সেই সকল বিষয়ে জানার জন্য এখনও অনেক পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার প্রয়োজন।
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

পৃথিবীর বিকাশের পিছনে রয়েছে তার ঠান্ডা হওয়ার কাহিনী। সাড়ে চার কোটি বছরেরও আগে যখন পৃথিবীর জন্ম হয় তখন তার তাপমাত্রা খুব বেশি ছিল, কারণ তখন পৃথিবীর ম্যাগমার গভীর সাগরে ডুবে ছিল। লাখ বছর ধরে ঠান্ডা হতে হতে পৃথিবীর বিকাশ হয়। কিন্তু পৃথিবীর অন্দর ভাগের তাপমাত্রা এখনও খুব বেশি। এর জন্যই বিভিন্ন জায়গায় জেগে উঠছে আগ্নেয়গিরি। কিন্তু এটা এখনও জানা যায়নি যে পৃথিবী কত সময়ে ঠান্ডা হয়েছিল এবং এই প্রক্রিয়া কত দিন ধরে চলতে পারে।

advertisement

আরও পড়ুন: শীতভর মুখে রাখুন কয়েক কুচি আমলকি, দূরে থাকবে বহু জটিল রোগবালাই

পৃথিবীর কোর এবং মেটালের মধ্যে যে সীমা রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবীর মেটাল অংশ থেকে গরম লোহা নির্গত হয়ে পৃথিবীর কোর অংশের সৃষ্টি করেছে। এই দুই সীমার মধ্যে খুব বেশি তাপমাত্রার পরিবর্তন দেখা যায়। এর ফলে পৃথিবীর কোর ভাগের অংশের তাপমাত্রা অনেক সময়েই বেশি হয়। মেটাল অংশের মধ্যে থেকে গরম লোহা নির্গত হওয়ার ফলে পৃথিবীর কোরের তাপমাত্রা বেশি হয়।

advertisement

কিন্তু গবেষকরা একটি বিষয়ে অনুমান করে খুবই অবাক হয়ে যাচ্ছেন যে, পৃথিবীর কোর থেকে মেটাল অবধি ব্রিজমেনাইট খনিজের মাধ্যমে কতটা শক্তি সঞ্চালিত হয়। ব্রিজমেনাইট খনিজের সঞ্চালনের প্রয়োগের মাত্রা মাপা সম্ভব। এর মাধ্যমে বোঝা সম্ভব পৃথিবীর অন্দরে তাপমাত্রার অবস্থা। এর জন্য গবেষকরা অপ্টিকল মেজারমেন্ট সিস্টেমের ব্যবহার করেন, যার মাধ্যমে হিরে লেজার দ্বারা গরম করা হয়।

advertisement

আরও পড়ুন: মুখে ফোটাবে হাসি! সবচেয়ে দামী মিষ্টি কাঁপাচ্ছে বাজার, সুপার ভাইরাল...

এই পরীক্ষার মাধ্যমে লক্ষ্য করা যায় যে যা মনে করা হয়েছিল তার থেকে প্রায় ১.৫ গুণ বেশি এর শক্তি সঞ্চালনের পক্রিয়া। এর থেকেই পরিষ্কার যে পৃথিবীর কোর এবং মেটালের মধ্যে তাপপ্রবাহ অনেকটাই বেশি। প্রথমে যা মনে করা হয়েছিল এর পরিমাণ তার থেকে অনেকটাই বেশি।

advertisement

এর ফলে পৃথিবীর মেটাল তেজ গতিতে ঠাণ্ডা হওয়ার ফলে এর কোর সীমায় স্থায়ী খনিজের পরিমাণেও বদল হবে। এর ফলে ব্রিজমেনাইট খনিজের তাপমাত্রাতেও বদল হবে। এর ফলে পৃথিবীর অন্দর ভাগ ঠান্ডা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই কারণে পৃথিবী খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। যা আশা করা হয়েছে তার থেকেও বেশি দ্রুত ঠান্ডা হয়ে যেতে পারে পৃথিবী। কিন্তু এটি কখনও বলা সম্ভব নয় যে এর জন্য কত সময় লাগবে!

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Latest Bangla News: খুব দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে পৃথিবীর অন্দরের অংশ, আতঙ্কে গবেষকরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল